মিজানুর রহমান,হরিপুর৷৷ “মানবতার জয় হোক,অসহায়ত্ব দূর হোক” এই স্লোগানকে সামনে উপজেলার গরীব-অসহায় ও বস্ত্রহীন মানুষের পাশে দাড়িয়েছে এ আর ফাউন্ডেশন।
এ আর ফাউন্ডেশন বুধবার উপজেলার ৩নং বকুয়া ইউনিয়নের ঝাজাংপাড়া গ্রামের বিধবা সলেমা বেগমকে নগদ অর্থ প্রদান করে। এ আর ফাউন্ডেশন উপজেলার গরীব-অসহায় ও বস্ত্রহীন মানুষের পাশে দাড়িয়ে তাদের মাঝে নগদ টাকা, খাদ্য সামগ্রী ও বস্ত্রসহ বিভিন্ন সামগ্রী সহযোগিতা করেই চলেছে।
এসময় উপস্থিত ছিলেন এ আর ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা সভাপতি এম আর রানা ও সাধারণ সম্পাদক সাগর ইসলাম।