বিকাশ ঘোষ, বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ডাংগিপুকুর আশ্রায়ণ-২ প্রকল্পের প্যালাসাইডিং নির্মাণ কাজের লটারি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। সোমবার(২০ জুন-২০২২) সকাল ১০ টায় বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সানাউল্লাহ, ঠিকাদার মোঃ ইয়াসিন আলী, এমএস ট্রেডার্স ঠিকাদারি প্রতিষ্ঠান এর স্বত্ত্বাধিকারী মোঃ হাবলু সহ স্থানীয় সুধীজন ও সাংবাদিকদের উপস্থিতিতে ডাংগিপুকুর আশ্রয়ণ-২ প্রকল্পের ১০ লাখ ৫৪ হাজার টাকা ব্যয়ে প্যালাসাইডিং নির্মাণ কাজের দরপত্র লটারির মাধ্যমে সুষ্ঠুভাবে সম্পন্ন করা হয়েছে। উল্লেখিত দরপত্র আহ্বানের পরিপ্রেক্ষিতে মোট ১৮ টি ঠিকাদারি প্রতিষ্ঠান সিডিউল ক্রয় করলেও সমদর হওয়ায় ১৬ টি বাতিল বলে গণ্য হয়। অপর ২টি ঠিকাদারি প্রতিষ্ঠানের মধ্যে উন্মুক্ত লটারির মাধ্যমে এমএস ট্রেডার্স নির্বাচিত ঘোষণা করেন উপজেলা নির্বাহী অফিসার জিনাত রেহানা।