বিকাশ ঘোষ, বীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জে নানা কর্মসূচির মধ্যদিয়ে আনসার ভিডিপির সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ জুন -২০২২) দুপুরে উপজেলা আনসার ও ভিডিপির আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার জিনাত রেহানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম। তিনি তার বক্তব্য বলেন, আজ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নয়নের ধারায় উন্নয়ন হচ্ছে। আনসার ও ভিডিপি সদস্যরা সারা বাংলাদেশে সাধারণ মানুষের মাঝে নিরাপত্তা অব্যাহত রেখেছেন। বিশেষে অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার( ভূমি) মোঃ কামাল হোসেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ ওসমান গণি, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ছানাউল্লাহ, বীরগঞ্জ থানা অফিসার ইনচার্জ সুব্রত কুমার সরকার, বীরগঞ্জ ও আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের শাখা ব্যবস্থাপক মোঃ হারুনুর রশিদ। স্বাগত বক্তব্য রাখেন নবাগত যোগদানকারী উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোছাঃ আরজিনা খাতুন প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকতা মাহফুজুর রহমান। প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম ৮ জন আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে বাই সাইকেল বিতরণ করে।