সোমবার , ২৭ জুন ২০২২ | ২৯শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

বিরলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল বিতরণ

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
জুন ২৭, ২০২২ ৭:৪০ অপরাহ্ণ

বিরল (দিনাজপুর) প্রতিনিধি \ দিনাজপুরের বিরলে উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষাবৃত্তি এবং ছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।
সোমাবার সকাল ১১ টার দিকে বিরল উপজেলা পরিষদের হলরুমে ২০২১-২০২২ অর্থ বছেরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জন্য বাস্তাবায়নাধীন বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্রগ্রাম ব্যতীত) প্রকল্পের আওতায় বিরল উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষাবৃত্তি এবং ছাত্রীদের মাঝে এ বাইসাইকেল বিতরণ করা হয়। শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার আফছানা কাওছারের সভাপতিত্বে এবং ইন্সটেক্টর মোস্তাফিজুর রহমানের সঞ্চালোনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম মোস্তাফিজুর রহমান বাবু। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বিরল উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব সবুজার সিদ্দিক সাগর এবং সহকারী কমিশনার (ভ’মি) আব্দুল ওয়াজেদ। এছাড়া উপজেলা ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সমবায় সমিতি লিঃ এর সভাপতি হারুণ এক্কাসহ প্রমূখও বক্তব্য রাখেন। অনুষ্ঠানে ২০জন ছাত্রীর মাঝে ২০টি বাইসাইকেল, প্রাথমিক স্তরের ১ম হতে ৫ম শ্রেণী পর্যন্ত ১০০ জন ছাত্র-ছাত্রীর মাঝে প্রতিজনকে ২হাজার ৪শ’ টাকা করে, মাধ্যমিক স্তরের ৬ষ্ঠ হতে ১০ম শ্রেণী পর্যন্ত ৫০ জন ছাত্র-ছাত্রীর মাঝে প্রতি জনকে ৬ হাজার টাকা করে এবং উচ্চ মাধ্যমিক এইস,এস,সি স্তরের ২৫ জন ছাত্র-ছাত্রীর মাঝে প্রতি জনকে ৯ হাজার ৬শ’ টাকা করে মোট ৭ লাখ ৮০ হাজার টাকা বিতরণ করা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও