বোদা (পঞ্চগড়) প্রতিনিধি\ কৃষিই সমৃদ্ধি এই প্রতিপাদ্যকে সামনে রেখে,রংপুর বিভাগ কৃষি ও গ্রামীণ উন্নয়ন প্রকল্পের আওতায় পঞ্চগড়ের বোদায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ,উপজেলা পরিষদ চত্বরে তিন দিন ব্যাপি কৃষি মেলা সোমবার থেকে শুরু হয়েছে। বনাঢ়্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে মেলার উদ্বোধন করা হয়। এ উপলক্ষে সকালে উপজেলা চত্বর থেকে একটি বণাঢ়্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে মেলা চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আলম টবি প্রধান অতিথির বক্তব্য রাখেন। উপজেলা নির্বাহী অফিসার মো.সোলেমান আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত কৃষক সমাবেশে অন্যানের মধ্যে রংপুর বিভাগ কৃষি ও গ্রামীণ উন্নয়ন প্রকল্পের উপ-পরিচালক নুর আলম,উপজেলা কৃষি অফিসার আল মামুন অর রশিদ,উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মকলেছার রহমান জিল্লু,আওয়ামী লীগ নেতা ইউসুফ আলী দুলাল,এনামুল হায়দার ও অমর আলী বক্তব্য রাখেন।