শুক্রবার , ২২ জানুয়ারি ২০২১ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

চুরির সময় আটক যুবককে তিন মাসের জেল

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
জানুয়ারি ২২, ২০২১ ১১:১২ পূর্বাহ্ণ

ঠাকুরগাঁও:
ঠাকুরগাঁও সরকারি আধুনিক সদর হাসপাতালে রোগীর স্বজনের ভ্যানিটি ব্যাগ থেকে টাকা চুরি করার সময় এক যুবককে আটক করেছে জনসাধারণ। আটককৃত যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২১ জানুয়ারি) বিকালে সদর উপজেলার নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটক কৃত যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
সাজা প্রাপ্ত যুবক হলেন- সদর উপজেলার জগ্ননাথপুর ইউনিয়নের মৃত আনোয়ার হোসেনের ছেলে আজহারুল ইসলাম (২২)।
জানা যায়, সদর হাসপাতালে রোগীর স্বজনের ভ্যানিটি ব্যাগ থেকে টাকা চুরি করার সময় স্থানীয় জনসাধারণ আজহারুল ইসলামকে আটক করে। পরে হাসপাতালের আবাসিক অফিসার বিষয়টি সদর থানার অফিসার ইনচার্জকে জানালে, অফিসার ইনচার্জ বিষয়টি ইউএনওকে জানান। বিষয়টি জানতে পারে ইউএনও তাৎক্ষণিকভাবে সেখানে পুলিশ ফোর্স নিয়ে উপস্থিত হন।
চুরির বিষয়টি ইউএনও জিজ্ঞাসাবাদ করলে আজহারুল ইসলাম তার অপরাধের কথা স্বীকার করেন। তাই আজহারুল ইসলামকে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে কারাগারে প্রেরণ করা হয়।

Photo-Thakurgaon, sentenced to three months.jpg

সর্বশেষ - ঠাকুরগাঁও