মঙ্গলবার , ২৮ জুন ২০২২ | ২৮শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

ঠাকুরগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে আসলাম (৪৫) নামে এক জনের মৃত্যু !

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
জুন ২৮, ২০২২ ১২:২২ পূর্বাহ্ণ

মোঃ মজিবর রহমান শেখ,,
ঠাকুরগাঁও জেলায় ট্রেনে কাটা পড়ে আসলাম (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ২৭ জুন সোমবার বিকাল ৫ টায় ঠাকুরগাঁও সদর উপজেলার শীবগঞ্জ রেল স্টেশনে এ দুর্ঘটনা ঘটে। ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয়রা জানান, নিহত ঐ ব্যক্তি ২৭ জুন সোমবার বিকালে শীবগঞ্জ রেল স্টেশনে ছাগল চড়াচ্ছিলেন। এ সময় একটি দ্রুতগামী লোকাল ট্রেন আসলে তিনি ছাগল তাড়াতে গিয়ে নিজেই ট্রেনের নিচে পড়ে যান। এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামাল হোসেন বলেন, ট্রেনে কাটা পড়ে আসলাম নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত