বিকাশ ঘোষ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ”জীবন ও স্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ খাদ্য” এই স্লোগান কে সামনে রেখে দিনাজপুরের বীরগঞ্জে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও খাদ্য মন্ত্রণালয়ের অধীনে নিরাপদ খাদ্য নিশ্চিত করণের লক্ষ্যে বীরগঞ্জ উপজেলার বিভিন্ন হোটেল এন্ড রেস্তোরাঁ ও খাদ্য সামগ্রী প্রস্তুকারক প্রতিষ্ঠানের মালিকদের নিয়ে নিরাপদ খাদ্য বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুন-২০২২) সকালে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হলরুমে দিনাজপুর নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের আয়োজনে উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ মহসীন আলী সভাপতিত্বে দিনাজপুর জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোস্তাফিকুর রহমান
নিরাপদ খাদ্য বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার প্রদান করেন। এ-সময় উপজেলা নিরাপদ খাদ্য নিয়ন্ত্রণক ও স্যান্যাটারী ইন্সপেক্টর মোঃ বিন ফরিদুল ইসলাম ,জেলা নিরাপদ খাদ্য অধিদপ্তরের অফিস সহকারী মো. হারুন, এস, আই টি সামিউল ইসলাম, বীরগঞ্জ উপজেলা হোটেল এন্ড রেস্তোরাঁ মালিক সমিতির সভাপতি রতন ঘোষ পীযূষ, স্থানীয় সাংবাদিক ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে মালিকগণ উপস্থিত ছিলেন।