বিকাশ ঘোষ,বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি॥- দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ১নং শিবরামপুরের ” মাটি আওয়ামী লীগের ঘাটি ” বহুল আলোচিত শিবরামপুর ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিলে তপন কুমার রায় সভাপতি ও রেজা আনোয়ার সাদাত সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে। শনিবার (২ জুলাই- ২০২২) বিকেলে বীরগঞ্জ উপজেলার শিবরামপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে বাংলাদেশ আওয়ামী লীগ শিবরামপুর ইউনিয়ন শাখার ত্রি-বার্ষিক কাউন্সিলে প্রথম অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে রাখেন দিনাজপুর -১(বীরগঞ্জ -কাহারোল) আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল। কাউন্সিলের শুরুতে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা ও সংগঠনের পতাকা উত্তোলন করা হয়। কাউন্সিলের উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও কাউন্সিলের উদ্বোধক আলহাজ্ব জাকারিয়া জাকা। এসময় শিবরামপুর ইউনিয়ন আওয়ামী লীগ শাখার সভাপতি অমূল্য রতন রায়ের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. নুর ইসলাম নুর। এসময় কেন্দ্রীয় আওয়ামী লীগের কৃষি ও সমবায় উপকমিটির সদস্য আবু হুসাইন বিপু,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি করিমুল ইসলাম চৌধুরী, খায়রুল ইসলাম চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রাজিউর রহমান রাজু, কোষাধ্যক্ষ মনোয়ার হোসেন, মোঃ শামীম ফিরোজ আলম, সাংগঠনিক সম্পাদক আব্দুল সালাম সরকার, আবুল খাইয়ের, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ ইয়াসিন আলী, শ্রম বিষয়ক সম্পাদক দেবেন কুমার সরকার,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক কামরুল হাসান জুয়েল, পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রতন ঘোষ পীযূষ, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি নুরিয়াস সাঈদ, তাঁতীলীগের সভাপতি ফরিদুল ইসলাম ফরিদ, বক্তব্য রাখেন। এসময় উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সন্ধ্যায় একই জায়গায় কাউন্সিলে দ্বিতীয় অধিবেশনে আগামী তিন বছরের জন্য ১শ ৭৫ ভোটারের মধ্যে ১শ ৭৪জন ভোটার গোপন ব্যালটের মাধ্যমে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করার জন্য ভোট প্রদান করেন। ভোট গণনার পর রাত সাড়ে ১০ টায় উম্মুক্ত ফলাফল ঘোষণা করেন আলহাজ্ব জাকারিয়া জাকা । এতে ভোট পেয়ে সভাপতি পদে ১২২ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন পাবলিক দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন কুমার রায়।নতার নিকটতম প্রতিদ্বন্দি শিবরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সত্যজিৎ রায় কার্তিক পেয়েছেন ৫৩ ভোট।৫৩ ভোট ও ননী গোপাল পেয়েছেন ৬ ভোট। ৯৮ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন রেজা আনোয়ার হোসেন সাদাত (মাস্টার)। তার নিকটতম প্রতিদ্বন্দি পরিমল কুমার রায় পেয়েছেন ৩৬ ভোট। সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দি জয় দেব অধিকারী ১৭ ভোট, ধীরেন্দ্রনাথ ১১ ভোট, প্রদীপ কুমার রানা ৬ ভোট পেয়েছেন। খুব শীঘ্রই সংগঠনকে শক্তিশালী করে এগিয়ে নিতে খুব শীঘ্রই ৫১ সদস্য বিশিষ্ট পুর্ণাঙ্গ ইউনিয়ন কমিটি গঠন করা হবে।