রবিবার , ২৪ জুলাই ২০২২ | ২৮শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

দেশের মৎস্য খাতের উন্নয়নে সুদূরপ্রসারী উদ্যোগ নিয়েছে সরকার -রমেশ চন্দ্র সেন

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
জুলাই ২৪, ২০২২ ১০:৪১ অপরাহ্ণ

ঠাকুরগাঁও: বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেন বলেছেন, মৎস্য চাষ ও সম্পদ সংরক্ষণের মাধ্যমে আমাদের অর্থনৈতিক অবস্থার উন্নতি করা সম্ভব। সরকার দেশের মৎস্য খাতের উন্নয়নে সুদূরপ্রসারী উদ্যোগ নিয়েছে সরকার এবং পরিকল্পনা বিবেচনায় নিয়ে বিভিন্ন প্রকল্প বাস্তবায়নও করছে। এ কাজে মৎস্যজীবীসহ সকলের সহযোগিতা প্রয়োজন।

রবিবার ঠাকুরগাঁও জেলা পরিষদ অডিটোরিয়ামে জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের যৌথ আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এর আগে জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে মৎস্য সপ্তাহের একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে এবং জেলা পরিষদ অডিটোরিয়াম চত্বরে এসে শেষ হয়।

সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন বলেন, প্রাকৃতিক জলাশয়ে এখন অনেক দেশি মাছ পাওয়া যায়, যেটা কয়েক বছর আগেও পাওয়া যেত না। মাছ-মাংস দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানির সুযোগ আছে। এজন্য দেশে এগুলোর পর্যাপ্ত উৎপাদন করতে হবে। এছাড়াও ডিমওয়ালা মাছ ধরা থেকে জেলেদের বিরত রাখতে হবে। কেননা একটি মা মাছের ডিম থেকে হাজারো মাছের বাচ্চা জন্ম নেয়।

তিনি বলেন, সরকার দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ করতে চায়। দেশীয় মাছ যাতে টিকে থাকে এবং সেটা পর্যাপ্ত পরিমাণে মানুষ খেতে পারে সে জন্য সরকার কাজ করছে। মৎসীজীবীদের এক্ষেত্রে এগিয়ে আসতে হবে।

রমেশ সেন বলেন, যে মৌসুমে মাছ ডিম দেয়, সে মৌসুমে মাছ ধরা থেকে বিরত থাকতে হবে। মাছের পোনা কোনভাবেই আহরণ করা যাবে না। পোনা মাছ বড় হওয়ার সুযোগ দিতে হবে। সরকার চায় বড় আকারের মাছ মৎস্যজীবীরা আহরণ করবে। তাহলে মৎস্যজীবীরা যেমন লাভবান হবে তেমনি দেশীয় মাছও টিকে থাকবে। এক্ষেত্রে মৎস্যজীবীদের আরও যতœশীল হতে হবে।

তিনি বলেন, আমি সর্বদা ঠাকুরগাঁওবাসীর উন্নয়নে কাজ করার চেষ্টা করি। আজকের ঠাকুরগাঁও শহরকে আপনারা দেখলে বুঝতে পারবেন কি পরিমাণ উন্নয়ন হয়েছে। শুধু শহর নয়, শহরের পাশাপাশি গ্রাম অঞ্চলেও ব্যাপক উন্নয়ন হয়েছে। আরও অনেক নতুন নতুন প্রকল্প হাতে নেয়া হয়েছে, খুব শীঘ্রই সেগুলো বাস্তবায়ন হলে ঠাকুরগাঁও জেলার চেহেরা পাল্টে যাবে।

ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মো. মাহবুবুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, ঠাকুরগাঁও জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সভাপতি মুহাম্মদ সাদেক কুরাইশ।

এছাড়াও বক্তব্য দেন, জেলা মৎস্য কর্মকতা মো. খালিদুজ্জামান, জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম স্বপন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম, সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আয়েশা খাতুন, ঠাকুরগাঁও পৌরসভার প্যানেল মেয়র আব্দুল কাইয়ুম, সদর থানার ওসি (অপারেশন) জিয়ারুল ইসলাম প্রমুখ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোকা চৌধুরীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী

কাল ঠাকুরগাঁও ও রানীশংকৈল পৌরসভা নির্বাচন

বোচাগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্রদের মামলায় উপজেলা চেয়ারম্যান আফছার আলী আটক

বাংলাদেশে ঋণ এত বেশি গ্রহন করা হয়েছে যে মাথাপিছু ৪৭২ ডলারে পরেছে — মির্জা ফখরুল

দুই দেশের বন্ধুত্বের নতুন মাইলফলক “ভারত-বাংলাদেশ”ফ্রেন্ডশীপ পাইপ লাইন স্থাপন প্রকল্প ভিডিও কনফারেন্সে উদ্বোধন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

পঞ্চগড়ে নানাকে কবর দেয়ার পরদিন নদীতে গোসল করতে নেমে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু পৃথক ঘটনায় ডোবার পানিতে পড়ে শিশুর মৃত্যু

ঠাকুরগাঁওয়ে এসপিজির ফাঁদে পড়ে নিঃস্ব এলাকার মানুষ

আটোয়ারীতে জুয়া খেলার অপরাধে ৪ জুয়ারুকে ভ্রাম্যমান আদালতে জরিমানা

হরিপুরে”জাতীয় স্থানীয় সরকার দিবস” পালিত

সেতাবগঞ্জ সরকারি কলেজেল বাউন্ডারি ওয়াল নির্মান উদ্বোধন