দিনাজপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উপজেলা সদর ও জেলা প্রশাসনের আয়োজন জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১০টায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী।
স্থানীয় সরকার দিনাজপুরের উপ-পরিচালক মোঃ মোখলেছুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) রেজওয়ানুল ইসলাম।
“র্নিভ‚ল জন্ম-মৃত্যু নিবন্ধন করবো-শুদ্ধ তথ্য ভান্ডার গড়বো”- এই প্রতিপাদ্যকে সামনে রেখে সামনে রেখে আলোচনায় অংশ নেন দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম, সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ আরোজ উল্লাহ, সদর উপজেলার শশরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মোকছেদ আলী রানা, উথরাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রুহুল আমিন, ৫নং শশরা ইউপি’র সদস্য মোঃ শফিকুল ইসলাম প্রমুখ।
আলোচনা সভায় জন্ম ও মৃত্যু বিভিন্ন বিষয় নিয়ে ব্যাপক আলোচনা করা হয়। উক্ত অনুষ্ঠানে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা, দিনাজপুর পৌরসভার স্বাস্থ্য বিভাগ ও জন্ম-মৃত্যু নিবন্ধন বিভাগের কর্মীবৃন্দ, ইউপি চেয়ারম্যান, ইউপি সচিব, সংবাদকর্মী, স্বাস্থ্য ও পঃপঃ বিভাগের মাঠকর্মী, সমাজসেবক গণমান্য ব্যাক্তিবর্গ।
বীরগঞ্জ
বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ নির্ভুল জন্ম-মৃত্যু নিবন্ধন করব, শুদ্ধ তথ্যভান্ডার গড়ব এ প্রতিপাদ্য সামনে রেখে দিনাজপুরের বীরগঞ্জে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা জিনাত রেহানা এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য মোঃ আমিনুল ইসলাম। এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাজ কুমার বিশ্বাস, উপজেলা কৃষি কর্মকর্তা রেজা মোঃ আসাদুজ্জামান, উপজেলা শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সারোয়ার মুর্শিদ আহমেদ, উপজেলা তথ্য ও প্রযুক্তি দপ্তরের সহকারী প্রোগামার আফসানা হক সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।