শুক্রবার , ২৯ জুলাই ২০২২ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

হাবিপ্রবিতে কাল থেকে শুরু হচ্ছে গুচ্ছ ভর্তি পরীক্ষা-২০২২

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
জুলাই ২৯, ২০২২ ৮:৩৫ অপরাহ্ণ

দিনাজপুর প্রতিনিধি \
দেশের ২২টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২২ শিক্ষাবর্ষের গুচ্ছ ভর্তি পরীক্ষা শুরু হবে ৩০ জুলাই শনিবার থেকে।
শনিবার দুপুর ১২টা থেকে বেলা ১টা পর্যন্ত গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোতে “এ” ইউনিটের (বিজ্ঞান বিভাগ) পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং পর্যায়ক্রমে আগামী ১৩ আগস্ট “বি” ইউনিট ও ২০ আগস্ট “সি” ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এদিকে, ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) প্রশাসন।
ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকদের সুবিধার জন্য গ্রহণ করা হয়েছে বেশ কিছু সেবাম‚লক উদ্যোগ। তার মধ্যে রয়েছে- ১। পরীক্ষার্থীদের যাতায়াতের জন্য সকাল ৯.৩০, ১০.০০ ও ১০.৩০ টায় সরকারি কলেজ মোড় থেকে ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ের বাস যাতায়াত করবে।
২। আগত পরীক্ষার্থী ও অভিভাবকদের বিশ্রাম নেয়ার জন্য ক্যাম্পাসের তিনটি স্থানে বসার ব্যবস্থা করা হয়েছে, সেখানে সুপেয় পানি ও সুরক্ষা সরঞ্জাম এর ব্যবস্থা থাকবে।
৩। পরীক্ষার্থী ও অভিভাবকদের বহন করা গাড়ি রাখার জন্য শেখ রাসেল হল মাঠে পার্কিং এর ব্যবস্থা করা হয়েছে।
৪। মেয়ে পরীক্ষার্থী ও মহিলা অভিভাবকদের জন্য ছাত্রী হল ও টিএসসি তে ওয়াসরুমের ব্যবস্থা করা হয়েছে। ছেলে পরীক্ষার্থী ও পুরুষ অভিভাবকদের জন্য ছাত্র হল ও মসজিদে ওয়াসরুমের ব্যবস্থা করা হয়েছে।
৫। অসুস্থ/পঙ্গু/প্রতিবন্ধী পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছে দেয়ার জন্য রেড ক্রিসেন্ট, রোভার স্কাউট ও বিএনসিসি এর সমন্বয়ে টিম কাজ করবে। যেখানে স্ট্রেচার ও ফাস্ট এইড মেডিসিনের ব্যবস্থা থাকবে।
৬। জরুরী স্বাস্থ্যগত পরিস্থিতি মোকাবেলায় হাবিপ্রবি মেডিকেল সেন্টার ও অ্যাম্বুলেন্স সার্বক্ষণিক প্রস্তুত রাখা হয়েছে। পাশাপাশি এম আব্দুর রহিম মেডিকেল কলেজ ও সদর হাসপাতালের সাথে যোগাযোগ স্থাপন করা হয়েছে।
৭। নিরাপত্তার জন্য ক্যাম্পাসের সকল গুরুত্বপ‚র্ণ জায়গা সিসিটিভির আওতায় নিয়ে আসা হয়েছে। পাশাপাশি ভ্রাম্যমাণ আদালতসহ পর্যাপ্ত সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনী ও সে¦চ্ছাসেবক সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন।
ভর্তি পরীক্ষা উপলক্ষ্যে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান বলেন দেশের বিভিন্ন অঞ্চল থেকে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা এই ক্যাম্পাসে এসে প্রতিযোগিতাম‚লক পরীক্ষায় অংশগ্রহণ করবে। বিশ্ববিদ্যালয়ে শিক্ষার গুণগতমানের সাথে এ ভর্তি পরীক্ষা নিবিড়ভাবে সম্পর্কযুক্ত। স্বভাবতই এই দিনটি আমাদের কাছে অত্যন্ত তাৎপর্য বহন করে। ভর্তি পরীক্ষা যেন সুষ্ঠু ও সুন্দরভাবে অনুষ্ঠিত হতে পারে সে ব্যাপারে আন্তরিক সহযোগিতা প্রদানের জন্য তিনি শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের প্রতি উদাত্ত আহবান জানান। পাশাপাশি তিনি জেলা প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাসহ সর্বস্তরের জনসাধারণের সার্বিক সহযোগিতা কামনা করেন ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহ উপলক্ষে অবহিতকরন সভা

পীরগঞ্জ উপজেলার এইচ,কে উচ্চ বিদ্যালয়ে শেখ রাসেলের জন্মবার্ষিকী উদযাপন

পার্বতীপুরে ভুট্টা ক্ষেতে কীটনাশক স্প্রে করে ক্ষতিসাধন

হরিপুরে লাশ উদ্ধার

বোচাগঞ্জে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণ ক্যাম্প- ২০২১ (বালক-বালিকা) শুভ উদ্বোধন

নাগরিক কমিটির সংবর্ধনায় নবনির্বাচিত এমপি ইকবালুর রহিম র্স্মাট বাংলাদেশ ও র্স্মাট সিটিজেন গড়তে সম্মিলিতভাবে কাজ করতে হবে

রাণীশংকৈলে যে কলেজে একজনও পাশ করেনি সে কলেজে এখন গম চাষ

ট্রাফিক আইন মেনে চলতে রুহিয়া থানা পুলিশের প্রচারণা

ঠাকুরগাঁওয়ে অন্তঃসত্ত্বা গৃহবধুকে মারপিট’। থানায় অভিযোগ

বীরগঞ্জে লাউয়ের বাম্পার ফলন, লাভজনক হওয়ায় দেশের বিভিন্ন স্থানে রপ্তানি হচ্ছে