বুধবার , ৩ আগস্ট ২০২২ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

বীরগঞ্জে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে অভিযোগ

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
আগস্ট ৩, ২০২২ ৭:২৯ অপরাহ্ণ

বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ভোগনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রাজিউর রহমান রাজু ও স্থানীয় ইউপি সদস্য সাব্বির হাসান রয়েল এর বিরুদ্ধে কবিরাজহাট চান্দিনার সরকারি ঘরের টিন, পুরাতন ইউনিয়ন পরিষদের বাউন্ডারি ওয়ালের ইট এবং দুটি মূল্যবান কাঁঠাল গাছ নিজ ক্ষমতার অপব্যবহারে বিক্রি করে আত্মসাৎ এর বিষয়ে বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে অভিযোগ দায়ের হয়েছে। ভোগনগর ইউনিয়নের এলাকাবাসীর পক্ষে মো.মোকলেছুর রহমান অভিযোগ করে জানান, কবিরাজহাট কেন্দ্রীয় জামে মসজিদের সামনে বিশাল বড় একটি সরকারি ঘর ছিল যাতে প্রায় ১৫ জন সাধারণ ব্যক্তি খোলা-মিলা ভাবে দীর্ঘদিন থেকে দোকান ও ব্যবসা পরিচালনা করে আসছিলেন। উক্ত ঘরটি সামান্য নষ্ট হওয়ায় এই সুযোগে স্থানীয় ইউপি সদস্যের যোগসাজশে বর্তমান চেয়ারম্যান ঐ ঘরটি ভেঙে টিন ও কাঠগুলো নিজ ক্ষমতায় বিক্রয় করেন, পুরাতন ইউনিয়ন পরিষদের প্রাচীরের ইট ও একটি কাঠাল গাছ সহ নতুন ইউনিয়ন পরিষদ ভবনের পশ্চিম -দক্ষিণ কর্নারে আরো একটি বৃহদাকার কাঁঠাল গাছ কর্তন পূর্বক বিক্রি করে যার সর্বসাকুল্যে আনুমানিক মূল্য প্রায় আড়াই লক্ষ টাকা। উল্লেখিত মালামাল বিক্রয়ের টাকা বর্তমান ইউপি চেয়ারম্যান ও ৪ নং ওয়ার্ডের মেম্বার প্যানাল চেয়ারম্যানের যোগসাজোসে সরকারি ক্ষাতে জমা না দিয়ে আত্মসাৎ করে যা ইউনিয়ন পরিষদে যোগাযোগ করলে জানতে পেরে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার অভিযোগ এনে ৩৩ জন স্বাক্ষরিত একটি অভিযোগ গত ২ রা আগষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে লিখিত ভাবে প্রদান করেন এলাকাবাসী এবং সদয় অবগতির জন্য অভিযোগের অনুলিপি জেলা প্রশাসক সহ বিভিন্ন দপ্তরে প্রেরণ করেন। এক সাক্ষাৎকারে মোঃ মোকলেছুর রহমান ও অপরাপর অভিযোগকারী সহ ভুক্তভোগী দোকানদারেরা সাংবাদিকদের জানান, ইউপি চেয়ারম্যান ও তার সহযোগী মেম্বার সম্পূর্ণ অবৈধভাবে উল্লেখিত হাটচান্দিনার ঘরের টিন, কাঠ,ইউনিয়ন পরিষদের পুরাতন ইট, ২ টি মূল্যবান কাঁঠাল গাছ নিলাম বহিঃভূত ভাবে বিক্রয় করে অর্থ আত্মসাৎ করেছেন। তাই যথাযথ তদন্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে উর্ধতন কতৃপক্ষের নিকট লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এব্যাপারে ভোগনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.রাজিউর রহমানের সাথে মুঠোফোনে তার বিরুদ্ধে আনিত অভিযোগের বিষয়ে জানতে চাওয়া হলে তিনি জানান, আমার বিরুদ্ধে অভিযোগ হওয়ার বিষয়টি নিশ্চিত হয়েছি। আমি কোনো অনিয়ম করে থাকলে সংশ্লিষ্ট কতৃপক্ষ তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বিদ্যুতের দাম বাড়বে: প্রধানমন্ত্রীর মুখ্য সচিব

দিনাজপুরসহ উত্তরাঞ্চলে নিরবে চলছে ‘ভাদর কাটানি’ উৎসব

ঠাকুরগাঁওয় পৌরসভার সড়কের বেহাল দশা, অল্প বৃষ্টিতে তলিয়ে যায় পুরো এলাকা

বীরগঞ্জে অবৈধ সিনটা ট্যাবলেট সহ আটক -১

আটোয়ারীতে ৪র্থ দফা অবরোধে সতর্ক অবস্থানে আইনশৃংখলা বাহিনী

ফুলবাড়ীতে পানি নিস্কাশন বন্ধ হওয়ায় সামান্য বৃষ্টিতে চলাচলের রাস্তায় জলাবদ্ধতা গ্রামবাসীর চরম দুর্ভোগ

আওয়ামীলীগ সরকার শিক্ষাখাতে ব্যাপক উন্নয়ন করেছেন …..রেলপথমন্ত্রী এ্যাডঃ নুরুল ইসলাম সুজন

হরিপুর থানায় মাদক নির্মূলে ওসির কঠোর হুঁশিয়ারি

ঠাকুরগাঁওয়ে টেকসই নদী ব্যবস্থাপনা সংক্রান্ত মতবিনিময় সভা

স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় নেওয়ার জন্য প্রধানমন্ত্রী কাজ করে চলেছেন — রমেশ চন্দ্র সেন এমপি