শনিবার , ১১ ডিসেম্বর ২০২১ | ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

বীরগঞ্জ ইব্রাহিম মেমোরিয়াল শিক্ষা নিকেতনের বার্ষিক ফলাফল উৎসব অনুষ্ঠিত

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
ডিসেম্বর ১১, ২০২১ ৭:০১ অপরাহ্ণ

বীরগঞ্জ, দিনাজপুর থেকে বিকাশ ঘোষ॥ শিক্ষাই জাতির মেরুদণ্ড। আর সে শিক্ষার মূল ভিত্তি প্রাথমিক শিক্ষা। জ্ঞানই শক্তি। আর জ্ঞান অর্জনের উৎকৃষ্ট স্থান হলো একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান । শিশু শিক্ষিত হলে জাতি শিক্ষিত হবে এই স্লোগানকে সামনে রেখে ১৯৮৯ সালে দিনাজপুরের বীরগঞ্জে ইব্রাহিম মেমোরিয়াল শিক্ষা নিকেতন প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে দিন দিন সাফল্য অর্জন করে আসছে। ১১ ডিসেম্বর শনিবার ইব্রাহিম মেমোরিয়াল শিক্ষা নিকেতনের বার্ষিক ফলাফল উৎসব -২০২১ অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের মাঝে পরিক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণ কালে প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব এ্যাডভোকেট মোঃ হামিদুল ইসলাম বলেন, শিক্ষাই জাতির মেরুদন্ড। আর সেই শিক্ষার মূল্যভিত্তি প্রাথমিক শিক্ষা। কিন্তু সাধারণ শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে পাঠ্যদানের ব্যাপারে কেবল পাঠপুস্তকেই সীমাবদ্ধ। এছাড়া সুদক্ষ শিক্ষকের অভাব সহ বিভিন্ন সমস্যায় জর্জড়িত রয়েছে। ফলে শিক্ষার মুল উদ্দেশ্য ব্যাহত হওয়ায় হতাশাগ্রস্ত অভিভাবকগণের কথা চিন্তা করে এবং শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশের লক্ষ্যে ১৯৮৭ সালে তৎকালীন মহাকুমা প্রশাসক আব্দুল জব্বার সহ স্থানীয় মুরুব্বী প্রয়াত আলহাজ্ব হবিবর রহমান, প্রয়াত খেরাজউদ্দিন শাহ্, আলহাজ্ব আব্দুল লতিফ মিয়া সহ বিভিন্ন শিক্ষানুরাগী ব্যক্তিগণের অনুপ্রেরণায় বীরগঞ্জ উপজেলায় একটি কিন্ডার গার্টেন বিদ্যালয় স্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করি এবং কার্যক্রম শুরু হয়। কিন্তু বিভিন্ন বাধাবিপত্তির কারণে পরবর্তীতে ১৯৮৯ সালে স্থানীয় উল্লেখিত গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ বীরগঞ্জ উপজেলার মুন্সেফ জনাব শামসুর রহমান, ম্যাজিষ্ট্রেট আঃ তঃ মোঃ জাকির হোসেন, থানা নির্বাহী কর্মকর্তা আব্দুর রহমান খান সাহেবের অনুপ্রেরণায় ইব্রাহিম কিন্ডার গার্টেন নামে একটি প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়। অতপরঃ প্রতিষ্ঠানটি শিক্ষা বিকাশে খ্যাতি অর্জন করলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি সহ পরিচালনা কমিটির সিদ্ধান্ত মোতাবেক গত ২০০২ইং তারিখে ইব্রাহিম কিন্ডার প্লে শ্রেণি হতে নবম শ্রেণি পর্যন্ত কলবর বৃদ্ধি করে ইব্রাহিম মেমোরিয়াল শিক্ষা নিকেতন নামে প্রতিষ্ঠানটির কার্যক্রম শুরু করা হয়। প্রতিষ্ঠানটির উল্লেখযোগ্য বৈশিষ্ট্য সমূহ হলো প্রাত্যহিক সমাবেশ, অভিভাবক সমাবেশ, মাসিক পরিক্ষা, অভিজ্ঞতাসম্পন্ন ও বিষয়ভিত্তিক শিক্ষক – শিক্ষিকা মন্ডলী, নিরাপত্তা ব্যবস্থা, অতিরিক্ত ক্লাস, সততা স্টোর স্থাপন, ইংরেজি শিক্ষার উপর গুরুত্ব, নেতৃত্ব গুণ সৃষ্টি, আন্তঃ শ্রেনী প্রতিযোগিতা, চিকিৎসা ব্যবস্থা,ধর্ম চর্চা, বিশেষ প্রণোদনা, শ্রেনি পাঠদান পর্যবেক্ষণ, মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে পাঠদান ও একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী সকল পরিক্ষা, সহশিক্ষা কার্যক্রম, শিক্ষা সফর সহ বৈশ্বিক দুর্যোগ করোনা ভাইরাস পরিস্থিতিতে শিক্ষার্থী ও অভিভাবকগনের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করে অনলাইন ক্লাস কার্যক্রম পরিচালনা, করোনাকালীন মূল্যায়ন হিসেবে শিক্ষার্থীদের বাসাবাড়ি পরিদর্শন, সরকারি ঘোষিত এ্যাসাইনমেন্ট গ্রহণ করা হয়। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল কাদের, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কন্দর্প নারায়ন রায়, প্রধান শিক্ষক আলহাজ্ব মোঃ মোসলেম উদ্দিন প্রমূখ। প্রতিষ্ঠাননের প্রাপ্তি হিসেবে ২০১৭,২০১৮,২০১৯ খ্রিস্টাব্দে পরপর তিনবার অত্র প্রতিষ্ঠানটি সরকারিভাবে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি লাভের পাশাপাশি ইব্রাহিম মেমোরিয়াল শিক্ষা নিকেতনের শিক্ষার্থী শায়লা শরাফী,দিয়া রায়,অপূর্ব রায়,মেশকাত সিদ্দিকী শিহাব, মাধুরি রায় জেনি,সমর্পিতা চক্রবর্তী লগ্ন, অনিক রায় জেলা ও উপজেলা পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতায় শ্রেষ্ঠ, প্রধান শিক্ষক আলহাজ্ব মোঃ মোসলেম উদ্দিন উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক সায়েম শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক, সন্মানিত সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট মোঃ হামিদুল ইসলাম শ্রেষ্ঠ স্কুল ও শ্রেষ্ঠ চেয়ারম্যান হিসেবে ডঃ মোঃ শহিদুল্লাহ স্মৃতি ফাউন্ডেশন কতৃক ডঃ মোঃ শহিদুল্লাহ শাইনিং পার্সোনালিটি এ্যাওয়ার্ড – ২০১৮ অর্জন করে। ইব্রাহিম মেমোরিয়াল শিক্ষা নিকেতনে এবারের মোট পরীক্ষার্থী প্রাথমিক -৬০১ জন, মাধ্যমিক- ১২২০ জন, তন্মধ্যে মোট প্রাথমিক অ+ ৩৯৩ জন ও মাধ্যমিক – ১১৪ জন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে গুপ্তধনের সন্ধান।। বিস্তারিত জানতে টাচ করুন

বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাওয়া ৫৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে পঞ্চগড় মকবুলার রহমান সরকারি কলেজ

পীরগঞ্জে মহিলা কলেজ ও ডিএন ডিগ্রী কলেজের সাথে সোনালী ব্যাংকের চুক্তি স্বাক্ষর

পীরগঞ্জে মিনি বাস চাপায় যুবকের মৃত্যু

খানসামা উপজেলা সমবায় কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা

কাহারোল উপজেলার রসুলপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে গোপাল এমপি’র রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

সংবাদ সম্মেলনে-অসহায় মা বাবা‘র আকুতি আমার মেয়েকে একবার দেখতে দাও, মেয়ে ঈষা বেঁচে আছে, না মেরে ফেলেছে আমরা জানিনা

ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের টেন্ডার ড্রপের নাশকতা এড়াতে প্রশাসন তৎপর

আটোয়ারীতে বিল নার্সারি কার্যক্রমের উপকরণ বিতরণ

বীরগঞ্জে ইউপি নির্বাচনে নৌকা ৫ ও স্বতন্ত্র ৪ জন বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত