বৃহস্পতিবার , ২৫ আগস্ট ২০২২ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

ঠাকুরগাঁওয়ে সবজি চাষে ঝুঁকছেন কৃষকেরা !

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
আগস্ট ২৫, ২০২২ ১১:০১ অপরাহ্ণ

মোঃ মজিবর রহমান শেখ,,
ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার রুহিয়ায় বিভিন্ন ধরনের সবজি চাষে আগ্রহ বাড়ছে চাষিদের। সবজির দাম বেশি থাকায় গত বছরের তুলনায় চলতি মৌসুমে দেড়গুণ বেশি জমিতে সবজি চাষ করছে কৃষকেরা।
সরেজমিনে ঘুরে দেখা গেছে, রুহিয়া থানাধীন রাজাগাঁও, আখানগর, ঝলঝলি, মোলানখুড়ি, খড়িবাড়ি, বরদেশ্বরী, উত্তর বঠিনাসহ বিভিন্ন স্থানে সবজি চাষ হয়েছে। রাস্তার দুই পাশে অসংখ্য মাচায় সোভা পাচ্ছে লাউ, কপি, চিচিঙ্গা, করলাসহ বিভিন্ন ধরনের সিজনাল সবজি। কৃষকরা দলবেঁধে ক্ষেতে সেচ, নিড়ানি ও ফল সংগ্রহের কাজে ব্যস্ত সময় কাটাচ্ছেন। মোলানখুড়ি গ্রামের কৃষক লুৎফর রহমান জানান, গত বছর ১২ শতক জমিতে করলা চাষ করে লাভবান হয়েছেন। এবার এক একর জমিতে করলা ও ৫০শতক জমিতে কপি চাষ করেন। এ বছরে বাজার দর ও আবহাওয়া ভালো থাকলে কয়েক লক্ষাধীক টাকার সবজি বিক্রি হবে বলে তার প্রত্যাশা।
একই এলাকার আমিনুল ইসলাম জানান, সবজির দাম ভাল থাকায় চলতি মৌসুমের এক একর জমিতে করলা ও এক একর জমিতে চিচিঙ্গা চাষ করেছি। সবজি চাষে গোবর সার, খৈইল, রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার করতে হয়। পরে সেই জমিতে শীত কালীন ফসল আলু চাষ করতে বেশি সার প্রয়োগ করতে হয় না। সবজি চাষে যে সার প্রয়োগ করে তার সাথে সামান্য কিছু সার দিয়ে আলু চাষ করা সম্ভব। তাই আলু চাষাবাদে আরো লাভবান হওয়া যায়।
সেনুয়া ইউনিয়নের কৃষক কমল কান্ত রায় বলেন, চলতি মৌসুমে আকাশে বৃষ্টির পানির অভাবে ধান রোপণ করা সম্ভব হয়নি। তাই পরিত্যক্ত জমিতে বিভিন্ন সবজি চাষাবাদ করেছি। সবজি চাষে স্বল্প সময়ে অধিক মুনাফা অর্জন করা সম্ভব। অপর দিকে ব্যবসায়ীরা জানান, দেশের চলমান পরিস্থিতি মাছ ও মাংসের দাম বৃদ্ধি পেয়েছে। তাই ইদানীং সাধারণ মানুষের সবজি ক্রয়ের প্রতি আগ্রহ বেড়েছে। রুহিয়ার বিভিন্ন গ্রাম থেকে চাহিদা মাফিক লাউ, করলা ও চিচিঙ্গাসহ বিভিন্ন সবজি ক্রয় করে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে পাঠানো হচ্ছে। ঠাকুরগাঁও
সদর উপজেলা কৃষি অফিসার কৃষ্ণ রায় জানান, ঠাকুরগাঁও সদর উপজেলার মাঝে রাজাগাঁও, সেনুয়া ও ঢোলারহাট ইউনিয়ন মানুষ সবজি চাষে বরাবরই সেরা। সকল প্রকার ফসলের পাশাপাশি সবজি চাষীদেরকে উপজেলা কৃষি বিভাগের পক্ষ থেকে নিয়মিত পরামর্শ ও সহায়তা প্রদান করা হচ্ছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে হারমোনিয়াম-তবলা মেরামত করে জিবিকা নির্বাহ করছে বৃদ্ধ শুকানুর

ঠাকুরগাঁওয়ে  বালিয়াডাঙ্গীতে জমি বিরোধের জেরে ভাইয়ের হাতে ভাই খুন !

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে জমি বিরোধের জেরে ভাইয়ের হাতে ভাই খুন !

বর্ণিল আয়োজনের মধ্যে দিয়ে হাবিপ্রবিতে মহান বিজয় দিবস উদযাপিত

নাগরিক কমিটির মতবিনিময় সভায় বক্তারা দিনাজপুরের উন্নয়নে নৌকা মার্কার কোনো বিকল্প নেই

পঞ্চগড় জেলার শ্রেষ্ঠ আটোয়ারী থানা নির্বাচিত

আ: খালেক’র হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবীতে দিনাজপুরে মানববন্ধন

হরিপুরে অস্বচ্ছল মাদরাসা শিক্ষার্থীদের মাঝে অক্সিজেন এর কোরআন মাজিদ বিতরণ

হাবিপ্রবির ভিসির “প্রেসিডেন্টস ইন্টারন্যাশনাল ফেলোশিপ ইনিশিয়েটিভ” অ্যাওয়ার্ড লাভ

হরিপুরে ডাঙ্গীপাড়া ইউনিয়নের জনপ্রিয়তার শীর্ষে চেয়ারম্যান প্রার্থী হাফিজ উদ্দীন

বিরলে বৌদ্ধ সম্প্রদায়ের মাঝে চাল বিতরণ