মঙ্গলবার , ১৬ আগস্ট ২০২২ | ২৮শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

চিরিরবন্দরে ছাত্রলীগ কর্মীকে ছুরিকাঘাত করে হত্যা চেষ্টার অভিযোগে মামলা

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
আগস্ট ১৬, ২০২২ ১২:১৬ পূর্বাহ্ণ
চিরিরবন্দরে ছাত্রলীগ কর্মীকে ছুরিকাঘাত  করে হত্যা চেষ্টার অভিযোগে মামলা

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের চিরিরবন্দরে ছাত্রলীগ কর্মী মাহফুজ (২৫) কে ছুরিকাঘাত করে হত্যা চেষ্টার অভিযোগে থানায় দুইজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৮ জনকে আসামী করে একটি মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনাটি গত ১৪ আগস্ট বিকেল সাড়ে ৫টায় দিনাজপুর-পার্বতীপুর আঞ্চলিক সড়কের ঘুঘুরাতলী মোড় হতে বেলতলীবাজার রাস্তায় চলন্ত মোটরসাইকেলে ঘটেছে।
থানা সুত্রে জানা গেছে, ছাত্রলীগ কর্মী মাহফুজার রহমান (২৫) বাদী হয়ে রাত ১০টায় সাঁইতাড়া ইউনিয়নের ফজলার ডাক্তারের ছেলে স্বাস্থ্যকর্মী আফতাবুজ্জামান আফতাব (৩৫) ও পার্বতীপুর উপজেলার মোমিনপুর ইউনিয়নের যশাই শুকদেবপুর এলাকার নুর মোহাম্মদের ছেলে আব্দুস সালাম (৩২) সহ অজ্ঞাত ৮ জনকে আসামী করে একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করেছেন। তিনি ঘুঘুরাতলী মোড় হতে বেলতলীবাজার রাস্তায় হামলার শিকার হন।
ওই ছাত্রলীগ কর্র্মীর পিতা সাবেক ইউপি সদস্য নুরুল আমিন জানান, মাহাফুজার রহমান তার খালাতো ভাইসহ মোটরসাইকেল যোগে ঘুঘরাতলী থেকে বেলতলীবাজারের দিকে যাচ্ছিল। এসময় তারা লালদিঘী মন্দিরের সামনে পৌঁছলে আফতাফবুজ্জামান, সালামসহ ১০ ব্যক্তি তার পথরোধ করে। এসময় আফতাবুজ্জামানের নির্দেশে আব্দুস সালাম চাকু দিয়ে হত্যার উদ্দেশ্যে মাহাফুজারের পেটে আঘাত করে। চাকুটি কোমড়ে লেগে সে গুরুতর জখম হয়। এ সময় মাহাফুজারের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। এসময় স্থানীয় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
বিষয়টি নিশ্চিত করে চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বজলুর রশিদ জানান, এই ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। আসামীদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

৩ ডিসেম্বর ঠাকুরগাঁও পাকহানাদার মুক্ত দিবস

ঠাকুরগাঁওয়ে বেশি দামে সার বিক্রির দায়ে ১ ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১মাস বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন

তেঁতুলিয়া গরীবের কাউনের ভাত এখন আমীরের খাবার

সুমনের দল প্রীতি ম্যাচে হরিপুর ফুটবল একাদশকে ৩ গোলে হারালো

ফুলকুঁড়ি আসরের ৪ যুগ পূর্তির শিশু সমাবেশ

আটোয়ারীতে আওয়ামীলীগের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

আটোয়ারীতে ৫ জুয়ারুকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড ও অর্থদন্ড

আওয়ামীলীগ সরকার উন্নয়নের সরকার, জনগনের সরকার -হুইপ ইকবালুর রহিম

এসিল্যান্ড অফিসের কর্মচারীকে মারপিট

ঠাকুরগাঁওয়ের পুলিশের বিভিন্ন কর্মকান্ডের বিষয়ে প্রতিবেদন প্রকাশ