ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি\ জমি বিরোধে দিনাজপুরের ঘোঢ়াঘাটে চলাচলের রাস্তা বাশেঁর বেড়া দিয়ে বন্ধ করে দিয়েছে প্রতিপক্ষ। ভুক্তভোগী পরিবারের আনারুল ইসলাম নিরুপায় হয়ে এ অভিযোগ করেছেন ঘোড়াঘাট উপজেলা নির্বাহী অফিসারের কাছে।
বিষয়টি সমাধানে সরেজমিনে গিয়ে দুইপক্ষকে নিয়ে আলোচনা করবেন বলে জানালেন ঘোড়াঘাট ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান ভুট্ট।
জানা যায়, ঘোড়াঘাট উপজেলার নন্দনপুর গ্রামের ভ্যান চালক আনারুল ইসলাম প্রায় ৩০ বছর থেকে নন্দনপুর গ্রামে বাড়ি ঘর নির্মাণ করে বসবাস করছে। এর এক পর্যায়ে আনারুল ইসলামের বাড়ির চলাচলের রাস্তা একই গ্রামের তার বাড়ির পাশের মতিয়ার রহমান ও সোলেমান মিয়া তাদের জায়গা বলে গত সোমবার রাস্তাটি বাঁশের বেড়া দিয়ে বন্ধ করে দেয়। ফলে আনারুল ইসলাম তার অটোভ্যান বাড়িতে চার্জ দিতে না পারায় সে পরিবার পরিজন নিয়ে কষ্টে দিন কাটাচ্ছে। নিরুপায় হয়ে জীবন জীবিকার তাগিদে ঘোড়াঘাট নির্বাহী কর্মকর্তা অফিসে ওই অভিযোগ দেন।
ঘোড়াঘাট ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান ভুট্ট উপজেলা নির্বাহী অফিসারের কাছে অভিযোগের বিষয়টি নিশ্চিত করে জানান, সরেজমিনে যাব। এরপর কি করা যায় সেখানেই সিদ্ধান্ত নেয়া হবে বলে জানান তিনি।