হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি\ বর্তমানে হিলির খুচরা বাজারে প্রতি কেজি বড় আলু ৪ টাকা বৃদ্ধি পেয়ে ৩২ থেকে ৩৪ টাকায় এবং ছোট জাতের আলু ৫ টাকা বৃদ্ধি পেয়ে ৩৬ থেকে ৪০ টাকা দরে বিক্রি হচ্ছে। শুক্রবার দুপুরে হিলির কাঁচাবাজারে এ তথ্য পাওয়া যায়।
হিলি বাজারে আলু কিনতে আসা মাজহারুল ইসলাম বলেন, ভারত থেকে আলু আমদানি স্বাভাবিক রয়েছে। অপরদিকে দেশের কৃষকের কাছে আলু প্রচুর পরিমাণ রয়েছে। তাহলে এই ভরা মৌসুমে কেন আলুর দাম বৃদ্ধি পাচ্ছে। সরকারের পক্ষ থেকে জোরালো পদক্ষেপ গ্রহণ করা দরকার। তাহলে বাজার পরিস্থিতি স্বাভাবিক থাকবে। আমরা সাধারণ মানুষ কম দামে পণ্য কিনতে পারব।
হিলি বাজারের আলু বিক্রেতা মনিরুল ইসলাম মনি বলেন, দেশের মোকামে আলুর সংকট দেখা দিয়েছে। কৃষকরা আলু খুচরা বাজারে বিক্রি করছেন না। তারা বেশি ভাগ আলু স্টোর করে রেখে দিচ্ছেন; যার ফলে খুচরা বাজারে আলুর সংকট দেখা দিয়েছে সেই সঙ্গে দামও বৃদ্ধি পাচ্ছে। আমরা বর্তমানে দেশি আলু প্রকারভেদে ৩২ থেকে ৪০ টাকার মধ্যেই বিক্রি করছি। তবে ভারত থেকে আমদানিকৃত আলু হিলির বাজারে ক্রেতারা কিনতে চায় না, ফলে আমরা দেশি আলুই বিক্রি করছি।
হিলি কাস্টমসের তথ্যমতে, চলতি সপ্তাহের ৫ কর্মদিবসে ভারতীয় ৫৭ ট্রাকে ১ হাজার ৫০৮মেট্রিক টন আলু আমদানি হয়েছে হিলি স্থলবন্দর দিয়ে।