মনোজ রায় হিরু, আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি ঃ
জুলাই বিপ্লবের বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই। প্রাথমিক বৃত্তিতে বৈষম্য কেন ? প্রাথমিক শিক্ষা উপদেষ্টা জবাব চাই, বিভিন্ন শ্লোগান সম্বলিত ব্যানার-ফেষ্টুন নিয়ে প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫ কিন্ডার গার্টেনের শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করার দাবীতে পঞ্চগড়ের আটোয়ারীতে কিন্ডার গার্টেন এসোসিয়েশন কর্তৃক বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।
মূলত: সরকারীভাবে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডার গার্টেনে অধ্যয়নরত শিক্ষার্থীদের অংশগ্রহন করতে না দেয়ার প্রতিবাদে উক্ত বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচী পালন করেন উপজেলার ২৪টি কিন্ডার গার্টেনের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। বুধবার (২৩ জুলাই) সকালে উপজেলা পরিষদের সামনে স্থানীয় সকল কিন্ডার গার্টেনের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদ্বয় প্রথমে সমবেত হন। উপজেলা কিন্ডার গার্টেন এসোসিয়েশনের সভাপতি ও আটোয়ারী কিন্ডার গার্টেনের অধ্যক্ষ মোঃ নাজিরুল ইসলামের সভাপতিত্বে আটোয়ারী-রুহিয়া সড়কে প্রখর রৌদ্রে দাড়িয়ে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদ্বয় উক্ত মানববন্ধন কর্মসূচী পালন করেন। তোড়িয়া সীমান্ত কিন্ডার গার্টেনের অধ্যক্ষ মোঃ তৌহিদুল ইসলামের সঞ্চালনায় মূল শ্লোগানের ওপর গুরুত্বারোপ করে এসময় বক্তব্য রাখেন আটোয়ারী মিলেনিয়াম স্টারস স্কুলের অধ্যক্ষ আলহাজ¦ মোঃ রমজান আলী, অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ¦ মোঃ এমদাদুল হক, আটোয়ারী আদর্শ বিদ্যা নিকেতনের অধ্যক্ষ রুমী আক্তার চৌধুরী ও আটোয়ারী আইডিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নিতিশ চন্দ্র বর্মন প্রমূখ। বিক্ষোভ ও মানববন্ধন শেষে আটোয়ারী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামানের হাতে স্মারকলিপি প্রদানের মধ্যদিয়ে কর্মসূচী সমাপ্ত হয়।