বোচাগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি\ দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার রনগাঁও ইউনিয়নের রামপুর গ্রামে নিজ বাড়ী থেকে যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে বোচাগঞ্জ থানা পুলিশ।
গতকাল ৩ সেপ্টেম্বর শনিবার সকাল ১১টায় রনগাঁও ইউনিয়ন পরিষদের প্রাক্তন সদস্য মোঃ মোস্তফার ২য় পুত্র রামপুর নিবাসী মোঃ সাইদুর রহমানের (৩৪) লাশ নিজ বাড়ীর আঙ্গীনায় পড়ে ছিল বলে এলাকাবাসী জানান। খবর পেয়ে বোচাগঞ্জ থানা পুলিশ ও এএসপি (সার্কেল) মোঃ রৌশন আলী, ওসি (তদন্ত) মোঃ মতিয়ার রহমান ঘটনা স্থলে উপস্থিত হয়ে লাশের সুরত হাল লিপিবদ্ধ করেন।
নিহত সাইদুর রহমানের পিতা মোঃ মোস্তফা বলেন, আমার ছেলে কে যারা হত্যা করেছে আল্লাহ তার বিচার করবে। থানা পুলিশের ধারণা, শুক্রবার দিবাগত রাতে এই হত্যাকান্ডের ঘটনা ঘটতে পারে। বোচাগঞ্জ থানার ওসি (তদন্ত) মোঃ মতিয়ার রহমান বলেন, এই মুহুর্তে কিছু বলা যাচ্ছে না, ময়না তদন্তের পর বিস্তারিত জানা যাবে। তবে নিহতের গলায় ও মাথায় কাটা দাগ আছে।