হাকিমপুর প্রতিনিধি \ চালের মুল্য তালিকা না টাঙানো এবং নকল বিড়ি বিক্রির অভিযোগে জেলার হাকিমপুরের দুই ব্যবসায়ীকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর দিনাজপুরের সহকারী পরিচালক মমতাজ বেগম রুনি। অভিযানে জব্দ হওয়া নকল বিড়ি পরে উন্মুক্তস্থানে ধ্বংস করা হয়।
গতকাল বৃহস্পতিবার দুপুরে পুলিশের সহায়তায় হাকিমপুরের হিলি বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর দিনাজপুরের সহকারী পরিচালক মমতাজ বেগম রুনি বলেন, প্রায় প্রতিদিনই চালের দাম বাড়ছে। এতে সাধারণ মানুষের খুব কষ্ট হচ্ছে। চালের মূল্যবৃদ্ধি রুখতে বিভিন্ন স্থানের চালের দোকানে অভিযান চালানো হয়। এ সময় একটি দোকানে চালের মূল্য তালিকা না টাঙানোয় সেই দোকানিকে ৫ হাজার টাকা এবং একটি মুদি দোকানে নকল বিড়ি বিক্রির দায়ে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরে জব্দ করা নকল বিড়ি উন্মুক্তস্থানে ধ্বংস করা হয়।