ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি\ দিনাজপুরের ফুলবাড়ীতে চুরি যাওয়া গরুসহ আসাদুজ্জামান তুষার (২০) নামে এক গরু চোরকে আটক করেছে পুলিশ।
শনিবার বিরামপুর থানা পুলিশের সহযোগীতায় বিরামপুর গরুর হাট থেকে এ গরুসহ চোরকে আটক করে ফুলবাড়ী থানা পুলিশ। এ ঘটনায় গরুর মালিক ফুলবাড়ী পৌর এলাকার দক্ষিন কৃষ্ণপুর গ্রামের আবু বক্কর আকন্দর ছেলে রবিউল হাসান বাদি হয়ে ফুলবাড়ী থানায় একটি চুরির মামলা দায়ের করেছেন।
পুলিশের হাতে আটক গরুচোর আসাদুজ্জামান তুষার ফুলবাড়ী পৌর এলাকার দক্ষিন কৃষ্ণপুর গ্রামের ছারাবুল আকন্দর ছেলে।
ফুলবাড়ী থানার ওসি আশ্রাফুল ইসলাম জানায় শুক্রবার দিবাগত রাতে পৌর এলাকার দক্ষিন কৃষ্ণপুর গ্রামের রবিউল হাসানের বাড়ী থেকে একটি শাহিওয়াল জাতের এড়েঁ গরু, চুির করে নিয়ে যায় একই এলাকার আসাদুজ্জামান তুষার। সেই গরু শনিবার বিরামপুর গরুর হাটে বিক্রি করার সময়, বিরামপুর থানা পুলিশের সহযোগীতায় গরুসহ তুষারকে হাতে-নাতে আটক করা হয়। এঘটনায় গরুর মালিক থানায় চুরির মামলা দায়ের করলে, উদ্ধারকৃত গরু গরু মালিককে বুজিয়ে দিয়ে তুষারকে কোটে সোপর্দ্দ করা হয়।