মঙ্গলবার , ২৭ ডিসেম্বর ২০২২ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

মহানন্দা নদী বরফ জলে শ্রমিকদের বেঁচে থাকার লড়াই

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
ডিসেম্বর ২৭, ২০২২ ৪:২৫ অপরাহ্ণ

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি
ভোরের কনকনের ঠান্ডায় বরফ জলে নদীতে পাথর তুলে জীবিকা
নির্বাহ করছে হাজার হাজার পাথর শ্রমিক। পরিবারের মৌলিকা
চাহিদা পূরণে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নদীর ঠান্ডা পানিতে
ডুবে ডুবে পাথর তুলছেন তারা। জীবিকার তাগিদে প্রচন্ড
শীতেও নদীতে নামতে হয় তাদের। দিনভর পাথর তুলে সন্ধ্যায়
মহাজনের কাছে বিক্রি করে চলছে সংসার। এ যেন বরফ জলে
জীবিকার লড়াই। এ চিত্র দেশের উত্তরের সীমান্ত প্রবাহিত নদী
মহানন্দার।
দেশের সীমান্তবর্তী উপজেলার দেড় লাখ জনগোষ্ঠীর মধ্যে প্রায়
অর্ধেক জনগোষ্ঠীই পাথর শ্রমিক। বাংলাদেশ-ভারতের দুই
সীমান্তের বুক চিরে প্রবাহিত নদী মহানন্দা নদী যেন হাজার
হাজার শ্রমিকের জীবিকার বিশাল ভান্ডার। কেউ কেউ ভাগ্যদেবতাও
মনে করে মহানন্দাকে। প্রতিদিন লাখ লাখ সিএফটি নুড়ি পাথর
তোলা হচ্ছে এ নদী থেকে।
সকালে বরফগলা পানিতে শ্রমিকরা দল বেধে হাওয়ায় ফুলানো
গাড়ির টিউব, লোহার জাকলা, চালুনি ও লোহার রড নিয়ে নেমে
পড়ে। দিনভর চলে পাথর উত্তোলন। পাথর ভাসানো টিউবের ঢাকিতে
করে নদীর কিনারে এনে নদী তীরে স্তূপ করে। সন্ধ্যায় মহাজনের
কাছে বিক্রি করে মজুরি হিসেবে মিলে ৪শ থেকে ৫শ টাকা।
বৃহস্পতিবার দুপুরে সরদারপাড়া, বারঘড়িয়া, দর্জিপাড়াসহ বেশ
কয়েকটি গ্রাম থাকা আসা পাথর শ্রমিকদের সাথে কথা হলে
তারা জানান, মহানন্দা নদীটা আমাদের বাঁচিয়ে রাখছে।
করোনার পর থেকে অনেক জায়গায় পাথর তোলা বন্ধ। তাই
মহানন্দায় পাথর তুলে কোনমতে ডাল-ভাতে বেঁচে আছি।

সকালে নদীর পানি বরফের মতো ঠান্ডা ভাই। কাজ না করলে কি
খাব।
জাহেরুল, তাহেরুল ও হবিবর রহমান জানায়, আমাদের প্রায়
পরিবারের ৪ থেকে ৭ জন সদস্য। পরিবারের ভরণ পোষণের যাবতীয়
চাহিদা মেটাতে হয় এই জীবিকার ওপর। দিনভর দলের সঙ্গে ঠান্ডা
পানিতে পাথর তুলে সন্ধ্যায় পারিশ্রমিক নিয়ে পরিবারের
চাহিদা পূরণ করার চেষ্টা করি। এত ঠান্ডা পানিতে কাজ করছেন,
অসুখ হয় না? প্রশ্ন করলে রহিম নামের আরেক শ্রমিক জানান,
‘হ্যাঁ ভাই, সর্দি-জ্বর তো হয়। কয়দিন জ্বর থেকে সেরে উঠলাম।
কিন্তু কাজ না করলে তো উপায় নাই।
পুরুষ পাথর শ্রমিক ছাড়াও এ নদীর তীরে পাথর নেটিং, শোটিং ও
ক্রাশিংয়ের কাজ করছে শতশত নারী পাথরশ্রমিক। তেঁতুলিয়া শহর
থেকে বাংলাবান্ধা স্থলবন্দর পর্যন্ত ২০ কিলোমিটার নদীর তীরসহ
সড়কের উভয় পার্শ্বে চলে পাথর লোড-আনলোড, নেটিং,
শোটিং ও ক্রাশিংয়ের কাজ।
কদবানু, জরিনা খাতুন জানান, ফজরের আজান শুনে ঘুম থেকে
উঠতে হয়। তাড়াহুড়া করে রান্না করে সন্তানদের খাইয়ে বের হতে
হয়। দেরি করে কাজে পৌঁছালে শুনতে হয় মহাজনের গালি।
কোনো কোনো দিন দেরি করার কারণে কাজেই নেওয়া হয় না।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহাগ চন্দ্র সাহা জানান,
শীত মৌসুমে এ উপজেলায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ
করে। ফলে কনকনে ঠান্ডার মধ্যেই মহানন্দা নদী থেকে শ্রমিকরা
পাথর তুলে জীবিকানির্বাহ করেন। শ্রমিকসহ নিম্ন আয়ের
মানুষের শীত মোকাবিলার জন্য উপজেলা প্রশাসনের সব রকম
প্রস্তুতি রয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

শিশু-কিশোর-তরুণ, যুবকদের রক্তের উপর দাঁড়িয়ে এই নির্বাচন কমিশন গঠন হয়েছে -পঞ্চগড়ে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ

হরিপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনে ঘটেছে পরিবর্তন, বেড়েছে শিক্ষিতের হার

ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ইসমাইল হোসেনের গণসংযোগ-জনগণের ব্যাপক সাড়া

ঠাকুরগাঁওয়ে গোয়েন্দা পুলিশের উদ্যোগে ৩৪ বোতল ফেন্সিডিল,৬০ ট্যাপেনটাডোল ট্যাবলেট, ৩০ গ্রাম গাঁজা সহ ২ আসামি গ্রেপ্তার করা হয়

সম্প্রীতির পথে হাঁটছে বলেই বাংলাদেশ উন্নয়নের দিকে যাচ্ছে—–নৌপরিবহণ প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রীর উপহার পেল পীরগঞ্জের পত্রিকা বিক্রয়কর্মীরা

আটোয়ারীতে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে ক্যাম্পেইন

৩ ডিসেম্বর ঠাকুরগাঁও পাকহানাদার মুক্ত দিবস

বীরগঞ্জে ইউপি নির্বাচনে নৌকা ৫ ও স্বতন্ত্র ৪ জন বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত

মাদ্রাজি ওল চাষে স্বপ্ন দেখছে বীরগঞ্জের কৃষক প্রেম হরি