বুধবার , ২৮ সেপ্টেম্বর ২০২২ | ২৮শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

বিশ^ জলাতঙ্ক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
সেপ্টেম্বর ২৮, ২০২২ ১১:৫৯ অপরাহ্ণ

জলাতঙ্ক ঃ মৃত্যু আর নয়, সবার সাথে সমন্বয় এই প্রতিপাদ্যকে সামনে রেখে জুনোটিক ডিজিজ কন্ট্রোল প্রোগ্রাম, সিডিসি, স্বাস্থ্য অধিদপ্তর এর আয়োজনে বিশ^ জলাতঙ্ক দিবস উপলক্ষে একটি র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বুধবার সিভিল সার্জন কার্যালয়ের বাস্তবায়নে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের কনফারেন্স রুমে আগত ডাক্তারবৃন্দ, জেলা প্রাণি সম্পদ অফিসের উপজেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দের উপস্থিতিতে বিশ^ জলাতঙ্ক দিবস উপলক্ষে প্রধান অতিথি ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত¡বধায়ক ডাঃ মোঃ ফজলুর রহমান আলোচনা সভায় বলেন, বর্তমানে বাংলাদেশে জলাতঙ্ক রোগের প্রাদুর্ভাবের হার দিন দিন কমে গেছে সেটি সম্ভব হয়েছে স্বাস্থ্য খাত উন্নতির ফলে। জলাতঙ্ক প্রাচীনতম সংক্রামক রোগের একটি। প্রাথমিক লক্ষন হিসেবে পানিভীতি, আলোভীতি, বায়ুভীতি হলেও এর শেষ পরিনতি মৃত্যু। তবে এ রোগ শতভাগ প্রতিরোধযোগ্য। বিশেষ করে কুকুর, বিড়াল, বানর, বেজী, শিয়াল কামড় বা আঁচড় দেয় সাথে সাথে সাবান পানি দিয়ে আক্রান্ত স্থানে ১৫ মিনিটি ধৌত করে যথা সময়ে জলাতঙ্ক টিকা নিলে এ রোগ প্রতিরোধ করা সম্ভব। জলাতঙ্কের মৃত্যুর হার শুন্যে আনা সম্ভব সেই জন্য আমাদের জনসচেতনতা বৃদ্ধি, সামাজিক আচরন ও দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটাতে হবে এবং সেই সাথে বাংলাদেশ সরকার, বিভিন্ন আন্তর্জাতিক ও দেশীয় সংগঠনের পারস্পারিক সমন্বয়ের ভিত্তিতে করা সম্ভব।
সভায় দিনাজপুর সিভিল সার্জন ডাঃ এ.এইচ.এম বোরহান-উল-ইসলাম সিদ্দিকী এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা কৃষিবিদ মোঃ আলতাফ হোসেন, জেলা কৃত্রিম প্রজনন এর উপ-পরিচালক ডাঃ মাহফুজা খাতুন।
এই সময় উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডাঃ আসিফ আহমেদ হাওলাদার, জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোঃ মোস্তাফিজুর রহমান, ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আরএমও ডাঃ মোঃ পারভেজ সোহেল, সদর উপজেলার প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ গোলাম কিবরিয়া ও জেলা ভেটেরিনারি হাসপাতালের ভেটেরিনারি সার্জন ডাঃ এম এ জলিল প্রমুখ।
সঞ্চালনার দায়িত্বে ছিলেন দিনাজপুর সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মোঃ সাইফুল ইসলাম।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জ সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের দু’জন ইউনিট লিডারের “নম্বর টু দি ন্যাশনাল সার্ভিস” অ্যাওয়ার্ড অর্জন

অপেক্ষার পর বৃষ্টিতে স্বস্থি দিনাজপুরের কৃষকের \ আমন চাষিদের মুখে হাসি

বোচাগঞ্জে কম্বল বিতরণ

বোচাগঞ্জে কম্বল বিতরণ

পীরগঞ্জে ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান

সাবেক ইউ,পি সদস্য ও আওয়ামীলীগ নেতা মোজাহারুল ইসলাম আর নেই

দিনাজপুর জনতা ব্যাংক এর শাখা ব্যবস্থাপক সম্মেলনে জিএম প্রাতিষ্ঠানিক সুশাসন-মানসম্মত গ্রাহক সেবা এবং শুদ্ধাচারে গুরুতা¡রোপ প্রয়োজন

বালিয়াডাঙ্গীতে প্রথমবার চাষ হচ্ছে বি-ষমুক্ত আম

জনমনে মিশ্র প্রতিক্রিয়া রাণীশংকৈলে বিএনপি’র সম্মেলন দ্বি-বার্ষিক না ত্রি-বার্ষিক?

তেঁতুলিয়ায় বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বীরগঞ্জে উদ্ধারকৃত অসুস্থ মদনটাক পাখিটি খুঁজে পেলো আপন ঠিকানা