শুক্রবার , ৩০ সেপ্টেম্বর ২০২২ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

সা¤প্রদায়িক অপশক্তিকে রুখতে শেখ হাসিনার বিকল্প নেই-এমপি গোপাল

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
সেপ্টেম্বর ৩০, ২০২২ ১২:২৭ পূর্বাহ্ণ

সংসদ সদস্য ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সিনিয়র সহ সভাপতি মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, সা¤প্রদায়িক অপশক্তিকে রুখতে হলে শেখ হাসিনার বিকল্প নেই। আমাদের দেশের ধর্মীয় উৎসবগুলো শুধু নির্দিষ্ট ধর্মের মানুষের মধ্যে সীমাবদ্ধ নয়। সকল ধর্মের মানুষ এতে অংশগ্রহণ করে। এগুলো ধর্মীয় উৎসব হলেও আমাদের সংস্কৃতির অংশ হয়ে গিয়েছে। তাই আজকের দিনে আমি বলবো, সা¤প্রদায়িক অপশক্তি; যারা মাঝে-মধ্যে মাথাচাড়া দিয়ে ওঠে, তাদের অবদমিত করতে হলে শেখ হাসিনার কোনও বিকল্প নাই।’
বৃহস্পতিবার ঠাকুরগাঁও শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলার ৫টি উপজেলায় শারদীয় দর্গোৎসব উপলক্ষ্যে প্রধানমন্ত্রী প্রদত্ত হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাষ্ট এর মাধ্যমে ধর্মীয় প্রতিষ্ঠান সংস্কার ও অসচ্ছল সনাতন ধর্মালম্বীদের মাঝে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরোও বলেন, আমরা ধার্মিক হতে চাই, কিন্তু ধর্মান্ধ যেন না হই। ধার্মিকরা মানবকল্যাণে নিবেদিত হয় আর ধর্মান্ধরা পৃথিবীর সভ্যতা, অগ্রগতির জন্য একটি আতঙ্ক। স¤প্রীতি হচ্ছে এদেশের ঐতিহ্য। এদেশের এই স¤প্রীতি নষ্টের চক্রান্তে যারা লিপ্ত, তারা জাতীয় শত্রæ। জননেন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই শত্রæদের সম্মিলিতভাবে প্রতিহত করতে হবে।
জেলা প্রশাসক মো. মাহবুবুর রহমান এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, জেলা পূজা উদযান পরিষদের সাধারন সম্পাদক তপন কুমার ঘোষ, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক প্রবীর গুপ্ত বুয়া।
এরআগে আসন্ন শারদীয় দূর্গাপূজা উদযাপন উপলক্ষে বুধবার কাহারোল উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন (দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ) এর আয়োজনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর কর্তৃক বরাদ্দকৃত বিভিন্ন মন্দিরে জি.আর চালের ডি.ও বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য সংসদ সদস্য ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সিনিয়র সহ সভাপতি মনোরঞ্জন শীল গোপাল। এসময় তিনি ১১১টি দূর্গা মন্দিরের ৫শ কেজি করে জি.আর চালের ডি.ও বিতরণ করেন।
উপজেলা নির্বাহী অফিসার মনিরুল হাসান এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক সরকার, উপজেলা আওয়ামী লীগের আওয়ামী লীগের সভাপতি এ কে এম ফারুক, সাধারন সম্পাদক আব্দুল লতিফ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রাজেন্দ্র দেব নাথ, সাধারন সম্পাদক সুকুমার রায়।
পরে উপজেলা পরিষদ হলরুমে শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে প্রধানমন্ত্রী প্রদত্ত হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাষ্ট এর মাধ্যমে ধর্মীয় প্রতিষ্ঠান সংস্কার ও অসচ্ছল ব্যক্তিদের মাঝে অনুদানের চেক বিতরণ করেন সংসদ সদস্য ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সিনিয়র সহ সভাপতি মনোরঞ্জন শীল গোপাল।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

রাণীশংকৈলে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে বঙ্গবন্ধু’র ম্যুরালে’র ভিত্তিপ্রস্থর উদ্বোধন

তরুন-তরুনীদের স্বাস্থ্যসেবা ও জেন্ডারভিত্তিক  সহিংসতা প্রতিরোধে প্রশিক্ষণ

তরুন-তরুনীদের স্বাস্থ্যসেবা ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে প্রশিক্ষণ

মোটরসাইকেল চুরি করার সময় গণপিটুনিতে আহত হয়ে বাটুল নিহত

রাণীশংকৈলে সড়ক নির্মাণ কাজে অনিয়ম, কাজ আটকে দিলেন এলাকাবাসী

আওয়ামীলীগের উন্নয়ন কর্মকান্ড তুলেধরলেন রাণীশংকৈলে সেচ্ছাসেবকলীগ

হাবিপ্রবিতে লাইব্রেরি অটোমেশন ও ডিজিটাইজেশন প্রক্রিয়ার উদ্বোধন

বীরগঞ্জে বাড়িঘর ভেঙে গুঁড়িয়ে দিয়েছে এলাকাবাসী

দেশে প্রথম লোহার খনির সন্ধান হাকিমপুরে উত্তোলনের সম্ভাব্যতা যাচাইয়ে কূপ খনন

পীরগঞ্জে উপানুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয় উদ্বোধন

বোচাগঞ্জ থানা শ্রমকল্যাণ উপ-কমিটির ত্রি-বার্ষিক সাধারণ সভা