শুক্রবার , ৩০ সেপ্টেম্বর ২০২২ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

পঞ্চগড়ের আউলিয়া ঘাট নৌ ট্রাজেডি পঞ্চম দিনের উদ্ধার অভিযানে নিখোঁজ ৩ জনের সন্ধান মেলেনি

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
সেপ্টেম্বর ৩০, ২০২২ ১২:৫৫ পূর্বাহ্ণ

পঞ্চগড় প্রতিনিধি \ পঞ্চগড়ের বোদা উপজেলার করতোয়া নদীর আউলিয়া ঘাটে নৌ ট্রাজেডির ঘটনায় উদ্ধার অভিযানের পঞ্চম দিনেও নিখোঁজ ৩ জনের খোঁজ মেলেনি। নিখোঁজ ৩ জনের মধ্যে ২ জন পুরুষ ও ১ জন শিশু। তারা হলেন দেবীগঞ্জ শালডাঙ্গা ইউনিয়নের শিকারপুর হাতিডুবা গ্রামের মদনের ছেলে ভূপেন (৪০), বোদা উপজেলার সাকোয়া ডাঙ্গাপাড়ার খগেন্দ্র নাথ বর্মনের ছেলে সুরেন (৬৫) ও পঞ্চগড় সদরের ধাক্কামারা ইউনিয়নের ঘাটিয়ার পাড়া গ্রামের ধীরেন্দ্র নাথের মেয়ে জয়া রানী (৪)।
নিখোঁজ ৩ জনের সন্ধানে গতকাল বৃহস্পতিবার সকাল ৬টা থেকে উদ্ধার অভিযানে নামে ফায়ার সার্ভিসের ৮টি দল। সাথে রয়েছেন স্থানীয় উদ্ধারকারীরাও। এছাড়াও ১২ জন ডুবুরি তিনটি দলে বিভক্ত হয়ে পঞ্চগড় থেকে দিনাজপুরের খানসামা পর্যন্ত ৩৫ কিলোমিটার নদী এলাকায় উদ্ধার অভিযান অব্যাহত রেখেছেন। সন্ধ্যায় পঞ্চম দিনের মত অভিযান সমাপ্তি ঘোষণার সময় পর্যন্ত নতুন করে আর কোন মরদেহ উদ্ধার হয়নি। বিগত চার দিনের মত গতকাল বৃহস্পতিবারও সকাল থেকে মরদেহের খোঁজে নদী তীরে জড়ো হতে থাকে স্বজনরা। আশা ছিল তাদের স্বজনদের গলিত মরদেহ হলেও তারা বাড়িতে নিয়ে সৎকার করতে পারবেন। কিন্তু সন্ধ্যা পর্যন্ত অপেক্ষায় থেকে তারা বাড়ি ফিরে যান।
নৌকা ডুবির ঘটনায় মাড়েয়া ইউনিয়ন পরিষদে খোলা তথ্যকেন্দ্র সূত্র জানায়, রোববার দুপুরে বোদা উপজেলার মাড়েয়া আউলিয়া ঘাটে নৌকা ডুবির ঘটনায় গত বুধবার রাত পর্যন্ত সর্বশেষ ৬৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন এক শিশুসহ ৩ জন। তাদের উদ্ধারে বৃহস্পতিবার ৫ম দিনের মতো এই উদ্ধার অভিযান চালানো হয়। কিন্তু কোন মরদেহ উদ্ধার করা সম্ভব হয়নি। ৩ জন নিখোঁজ থাকার তথ্য নিশ্চিত করে তথ্য কেন্দ্র ও তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দীপঙ্কর কুমার রায় জানান, নিখোঁজ ৩ জনের মরদেহ উদ্ধার না হওয়া পর্যন্ত উদ্ধার অভিযান অব্যাহত থাকবে। তিনি আরও জানান, আগামী রোববার কমিটির তদন্ত প্রতিবেদন জেলা ম্যাজিস্ট্রেটের নিকট জমা দেয়া হবে। তদন্ত রিপোর্টে নৌকা ডুবির কারণ, দায়ী কারা এবং সুপারিশও থাকবে।
এদিকে গতকাল বৃহস্পতিবার সকালে মাড়েয়া বামনহাট ইউনিয়ন পরিষদের চত্বরে নৌ দূর্ঘটনায় নিহত ও ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে ৫০ হাজার টাকা এবং রেড ক্রিসেন্টের পক্ষ থেকে ৫ হাজার টাকা ও চালসহ দুই বস্তা শুকনো খাবার তুলে দেওয়া হয়। রেলপথ মন্ত্রী অ্যাডভোকেট নূরুল ইসলাম সুজন এমপি ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান যৌথভাবে মানবিক সহায়তা হিসেবে নগদ টাকা ও খাদ্য সামগ্রী বিতরণ করেন। পঞ্চগড়ের জেলা প্রশাসক মো. জহুরুল ইসলামের সভাপতিত্বে মানবিক সহায়তা প্রদান অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মো. আতিকুল হক, রংপুর বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম ও পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি আব্দুল আলীম মাহমুদ প্রমুখ বক্তব্য দেন।
উল্লেখ্য, গত ২৫ সেপ্টম্বর দুপুরে বোদা উপজেলার করতোয়া নদীর আউলিয়া ঘাটে বোদ্বেশ্বরী মন্দিরে মহালয়া পুজা উৎসবে যোগ দিতে পূর্নার্থীসহ প্রায় দেড় শতাধিক মানুষ নৌকায় নদীর পার হচ্ছিল। কিন্তু ধারণ ক্ষমতার চেয়ে নৌকায় অতিরিক্ত যাত্রী নেয়ার কারণে ভয়াবহ নৌকা ডুবির ঘটনা স্মরণকালের ভয়াবহ দূর্ঘটনা ঘটে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনমজুর কৃষকের জমির গমক্ষেত ট্রাক্টরের হাল দিয়ে ভেঙ্গে নষ্ট করেছে এক প্রভাবশালী দখলদার

বিদ্যালয় খুললে জামা-জুতার টাকা পাবে শিক্ষার্থীরা

পাকিস্তান সফরে জাতীয় অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলে বালিয়াডাঙ্গীর- সোহাগ

পীরগঞ্জে দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে বিএনপি’র বিক্ষোভ পুলিশের বাঁধা

ফিলিস্তিনিদের উপর হামলার প্রতিবাদে রাণীশংকৈলে বিক্ষোভ

সুমনের দল প্রীতি ম্যাচে হরিপুর ফুটবল একাদশকে ৩ গোলে হারালো

বীরগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব ইয়াকুব আলী বাবুলের ইন্তেকাল

বঙ্গবন্ধু জাতীয়  চাম্পয়িনশীপ উপলক্ষে ঠাকুরগাঁওয়ে র‌্যালি

বঙ্গবন্ধু জাতীয় চাম্পয়িনশীপ উপলক্ষে ঠাকুরগাঁওয়ে র‌্যালি

দিনাজপুরে আগুনে বাড়িঘর পুড়ে নি:স্ব পরিবারের পাশে রক্তদাতারা

কাহারোলে হত্যা মামলার ২ আসামী গ্রেপ্তার

কাহারোলে হত্যা মামলার ২ আসামী গ্রেপ্তার