বিকাশ ঘোষ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে এবং দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণায়নের বাস্তবায়নে খ্রীষ্টান ধর্মাবলম্বীদের শুভ বড়দিন উদযাপন উপলক্ষে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। বুধবার দুপুর ১২টায় উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল কাদের এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম। এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ছানাউলাহ,সহকারী প্রকৌশলী মোঃ মিজানুর রহমান মিজান সহ খ্রীষ্টান ধর্মাবলম্বীর নেতাবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে বীরগঞ্জ উপজেলার ৭৭ টি গির্জাকে ২২ হাজার ৩শত ৮৩ টাকা করে ১৭লক্ষ ২৩ হাজার ৪শত ৯১ টাকা বিতরণ করেন প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম।