মঙ্গলবার , ১২ মার্চ ২০২৪ | ২৮শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

পঞ্চগড়ে শিল্পকলা একাডেমি সম্মাননা পদক পেলেন ১৫ জন গুণীশিল্পী

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
মার্চ ১২, ২০২৪ ১১:০৭ অপরাহ্ণ

পঞ্চগড় প্রতিনিধি\ পঞ্চগড় জেলার ১৫ জন গুণীশিল্পীকে ‘জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা পদক’ দেওয়া হয়েছে। গত রোববার রাতে পঞ্চগড় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে ওই সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে শিল্প-সাহিত্য-সংস্কৃতিতে সামগ্রিক অবদানের স্বীকৃতিস্বরূপ ২০২০ থেকে ২০২২ সাল পর্যন্ত ৫টি ক্যাটাগরিতে প্রতি বছর ৫ জন করে মোট ১৫ জন গুণীশিল্পীর হাতে সম্মাননা পদক তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথিসহ বিশেষ অতিথিরা। ২০২০ সালের পদকপ্রাপ্তরা হলেন সত্যেন্দ্র নাথ রায় (কণ্ঠসংগীত), আশরাফুল ইসলাম (নাট্যকলা), মো. জিল্লুর রহমান সিদ্দিকী (আবৃতি), মো. আরিফ হোসেন চৌধুরী (লোক সংস্কৃতি) ও মো. আব্দুল গণি (যন্ত্র সংগীত), ২০২১ পদক প্রাপ্তরা হলেন- হাসান আলী (কণ্ঠসংগীত), মো. শাহজামাল সরকার (আবৃতি), মো. নূর ইসলাম (নাট্যকলা), মো. সমে আলী (লোক সংস্কৃতি) ও মো. বাবুল আকতার (যন্ত্র সংগীত) এবং ২০২২ সালের পদকপ্রাপ্তরা হলেন- মো. মাহসিকুর রহমান প্রধান টুকু (কণ্ঠসংগীত), কিসওয়ার জাহান ওয়াহেদা বানু (আবৃতি), মো. রফিকুল ইসলাম (নাট্যকলা), মো. মানিক খাঁ (লোক সংস্কৃতি) ও মো. মুবারক আলী (যন্ত্র সংগীত)। প্রত্যেক শিল্পীকে উত্তরীয়সহ নগদ অর্থ, মেডেল ও সনদ প্রদান করা হয়।
জেলা শিল্পকলা একাডেমির সভাপতি ও জেলা প্রশাসক প্রশাসক মো. জহুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সদস্য নাঈমুজ্জামান ভুঈয়া মুক্তা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত আসনের নারী সংসদ সদস্য রেজিয়া ইসলাম, পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা, সিভিল সার্জন ডা. মোস্তফা জামান চৌধুরী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক আবু তোয়বুর রহমান। পরে শিল্পকলা একাডেমির শিল্পীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে বিশ্ব ভোক্তা অধিকার দিবসে আলোচনা সভা

উপজেলা নির্বাচনের প্রার্থী ও ভোটারদের সাথে মতবিনিময় সভায় বক্তারা

ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও সাঁওতালদের পুষনা উৎসব

বীর মুক্তিযোদ্ধাগণের সম্মানী ভাতা উন্নীত করায় মাননীয় প্রধানমন্ত্রীকে অভিনন্দন

বীরগঞ্জে মা ক্লিনিকের শুভ উদ্বোধন করলেন এমপি গোপাল

বীরগঞ্জে বিষধর সাপের কামড়ে এক বৃদ্ধে’র মৃত্যু

বিদেশি সংস্কৃতির আগ্রাসন থেকে বেরিয়ে আসতে হবে -মনোরঞ্জন শীল গোপাল এমপি

আওয়ামীলীগ সরকার উন্নয়নের সরকার, জনগনের সরকার -হুইপ ইকবালুর রহিম

খানসামার নবাগত ইউএনও কামরুজ্জামান সরকারের যোগদান

বীরগঞ্জে মহলিাকে মারপটিরে ঘটনায় ভাংচুর থানায় অভযিোগে গভীর রাতে বাড়-িঘরে অগ্নসিংযোগ