দিনাজপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানালো শহর ও সদর উপজেলা আওয়ামী লীগের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ। এরপরেই তারা শ্রদ্ধা জানান বঙ্গবন্ধুর ঘনিষ্ট সহচর, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, স্বাধীনতা পদকপ্রাপ্ত, প্রথিতযশা রাজনীতিবিদ, সাবেক এমপি এ্যাড. এম আব্দুর রহিম এর সমাধিতে।
বৃহস্পতিবার দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ে স্থাপিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান শহর আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি এ্যাড শামিম আলম সরকার বাবু ও সাধারণ সম্পাদক এনাম উল্লাহ জ্যামী এর নেতৃত্বে সংগঠনের নব নির্বাচিত সহসভাপতি জহির খান, দবিরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ হাসিনা আখতার শিউলী, মাসুদ রানা। এসময় উপস্থিত ছিলেন প্রত্যেক ওয়ার্ড আওয়ামী লীগের নব নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক এবং শহর আওয়ামী লীগের সদ্য সাবেক নেতৃবৃন্দ।
একই সময়ে জেলা প্রশাসক কার্যালয়ে স্থাপিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান সদর উপজেলা আওয়ামীলীগের পুনরায় নির্বাচিত সভাপতি ইমদাদ সরকার ও নবনির্বাচিত সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম এর নেতৃত্বে প্রত্যেক ইউনিয়ন আওয়ামী লীগের নব নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক এবং সদর উপজেলা আওয়ামী লীগের সদ্য সাবেক নেতৃবৃন্দ।
এরপর বাদ জোহর সদরের জালালপুর গ্রামে বঙ্গবন্ধুর ঘনিষ্ট সহচর, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, স্বাধীনতা পদকপ্রাপ্ত, প্রথিতযশা রাজনীতিবিদ, সাবেক এমপি এ্যাড. এম আব্দুর রহিম এর সমাধিতে শ্রদ্ধার্ঘ অর্পণ করেন শহর ও সদর উপজেলা আওয়ামী লীগের নবনির্বাচিত নেতৃবৃন্দ। সমাধিতে এসময় বিশেষ মোনাজাতে অংশ নেন উপস্থিত সকলেই।
এরআগে বুধবার রাতে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে দীর্ঘ ১০বছর পর দিনাজপুর সদর উপজেলা ও পৌর আওয়ামীলীগের সম্মেলনের পর নতুন কমিটি ঘোষনা করা হয়েছে।
দিনাজপুর সদর উপজেলায় সভাপতি পদে পুনরায় হলেন বর্তমান সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ইমদাদ সরকার এবং সাধারন সম্পাদক হলেন ভারপ্রাপ্ত সাধারন সম্পাদকের দায়িত্বে থাকা শেখপুরা ইউপি চেয়ারম্যান মোমিনুল ইসলাম। অপরদিকে পৌর আওয়ামীলীগের সভাপতি হলেন আ্যাডভোকেট এসএম শামীম আলম সরকার বাবু ও সাধারন সম্পাদক এনামুল্লাহ জেমী। তারা পূর্বের কমিটিতে সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে ছিলেন।
গত বুধবার দিনভর সম্মেলন শেষে রাত সাড়ে ১০টার দিকে কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন আংশিক কমিটি ঘোষনা করেন। এর আগে প্রথম অধিবেশন শেষের পর দ্বিতীয় অধিবেশনে প্রার্থীদের জীবনবৃত্তান্ত যাচাই-বাছাই শেষে কেন্দ্রীয় নেতাদের সমঝোতার পর এই কমিটির নাম ঘোষনা করা হয়।
এছাড়াও সদর উপজেলা কমিটিতে সহ-সভাপতি পদ পেয়েছেন রেজাউল করিম। পৌর শাখার কমিটির সহ-সভাপতি হয়েছেন জহির খান, অনুপ কুমার দে, সৈয়দ সোহেল হোসেন, দবিরুল ইসলাম। যুগ্ম সাধারণ সম্পাদক পদ পেয়েছেন মাসুদ রানা ও হাসিনা আক্তার। উভয় ইউনিটের নতুন সভাপতি-সাধারণ সম্পাদকে এক মাসের মধ্যে পূর্নাঙ্গ কমিটি গঠন করে জেলা আওয়ামী লীগ ও কেন্দ্রীয় কমিটির প্রতিনিধিদের কাছে জমা দিতে বলা হয়েছে।
বুধবার দিনাজপুর ইনস্টিটিউটে সদর উপজেলা ও পৌর আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামলীগের সভাপতিমন্ডলীর সদস্য শাহজাহান খান। বিশেষ অতিথি ছিলেন সাংসদ ও জেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান, জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন, কেন্দ্রীয় কমিটির সদস্য হোসনে আরা লুৎফা, সফুরা বেগম, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আজিজুল ইমাম চৌধুরী প্রমুখ।
দিনাজপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান চৌধুরী মাইকেল বলেন, ইতিমধ্যে ১৪টি ইউনিটের মধ্যে ১২টিতে সম্মেলন হয়েছে। অবশিষ্ট বিরামপুর ও নবাবগঞ্জ ইউনিট স্বল্প সময়ের মধ্যে সম্মেলন হবে। তারপর জেলা কমিটির সম্মেলনের তারিখ ঘোষণা করবে কেন্দ্রীয় কমিটি।