পঞ্চগড় প্রতিনিধি\ শিল্পকলা একাডেমির উদ্যোগে পঞ্চগড় শেরে-ই বাংলা পার্ক মুক্ত মঞ্চে রোববার রাতে বসেছিল ঐতিহ্যবাহী পালাগানের আসর। ‘গুরু শিষ্য’ পালাগান পরিবেশন করেন এম এ কুদ্দুস ও ইতি সরকার। সুর আর গানে গানে বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ, শেখ হাসিনা ও বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ডের বর্ণনা তুলে ধরেন গুরু-শিষ্য। গভীর রাত পর্যন্ত চলে এই পালাগান। প্রচুর দর্শক এই পালাগান উপভোগ করেন।
‘শিল্প সংস্কৃতি ঋদ্ধ সৃজনশীল মানবিক বাংলাদেশ গড়ার অভিলক্ষে অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় শিল্প নিয়ে পৌঁছে যাব আমরা উন্নতির শিখরে’ এই প্রতিপাদ্যে ‘গণজাগরণের শিল্প আন্দোলন কর্মসূচি বাস্তবায়নের জন্য বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহযোগিতায় জেলা শিল্পকলা একাডেমি ‘গণজাগরণের পালাগান উৎসব-২০২৩ আয়োজন করে। উন্নয়ন প্রক্রিয়ায় সর্বসাধারণকে সম্পৃক্ত ও অনুপ্রাণিত করতে বাংলাদেশ শিল্পকলা একাডেমি দেশব্যাপী এ উদ্যোগ গ্রহণ করেছে।
জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক আবু তোয়বুর রহমান পালাগান উৎসবের উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, ঐতিহ্য, চিন্তা, মূল্যবোধকে ধারণ করেই পালাগানের বিস্তার। বাংলাদেশের সংস্কৃতিতে পালাগান সবসময়ই গণমানুষের সংস্কৃতি হিসেবে বিবেচিত। তৃণমূল মানুষের অন্তরে বাস্তবিক উন্নয়নের এক দর্পণের মতো কাজ করে পালাগান। বাংলাদেশের সংস্কৃতিতে পালাগান বরাবরই গণমানুষের সংস্কৃতি হিসেবে বিবেচিত। তৃণমূল মানুষের অন্তরে বাস্তবিক উন্নয়নের এক দর্পণ স্বরূপ কাজ করে পালাগান। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে একাডেমি সহসভাপতি মো. সাবদারুল ইসলাম মুক্তা, সহসাধারণ সম্পাদক নূরনবী জিন্নাহ, সদস্য শহীদুল ইসলাম শহীদ উপস্থিত ছিলেন।