বোদা (পঞ্চগড়) প্রতিনিধি\ নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি,সাবেক প্রতিমন্ত্রী,নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল কুদ্দুস এর মৃত্যুতে রেলপথ মন্ত্রী ও পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো.নূরুল ইসলাম সুজন এমপি গভির শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তিনি বুধবার এক শোকবার্তায় মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোকস্তপ্ত পরিবার বর্গের প্রতি গভির সমবেদনা জানিয়েছেন। তিনি শোকবার্তায় উল্লেখ্য করেছেন,জাতির পিতা বঙ্গবন্ধুর অন্যতম সহচর ছিলেন অধ্যাপক আব্দুল কুদ্দুস। তিনি পাঁচবার আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। মুক্তিযুদ্ধে মুজিব বাহিনীর আঞ্চলিক কমান্ডার ও সংগঠক হিসেবে দেশ ও মানুষের জন্য তাঁর অবদান দেশের মানুষ আজীবন স্মরণে রাখবে। বুধবার সকালে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।