মনোজ রায় হিরু, আটোয়ারী প্রতিনিধি
পঞ্চগড়ের আটোয়ারীতে পানিতে ডুবে মোঃ আরিফ নামের দুই বছর বয়সের এক শিশুর মৃত্যূ হয়েছে। বুধবার দুপুরে উপজেলার তোড়িয়া ইউনিয়নের তোড়িয়া গ্রামে মর্মান্তিক এই মৃত্যূর ঘটনাটি ঘটে। শিশু আলিফ ওই গ্রামের ‘স’ মিল (কাঠ) ব্যবসায়ী মোঃ মসলেম উদ্দীনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, আলিফ বাড়ির উঠানে আপন মনে খেলছিল। এসময় তার মা ঘরেই ছিল এবং তিনি মাঝে মধ্যে ছেলেকে হাক-ডাক দিত। কিন্ত এরই মধ্যে কোন একসময় শিশু আলিফ বাড়ির পার্শ্বে তাদের পুকুর পাড়ে গেলে সে পুকুরের পানিতে পড়ে যায়। এদিকে ঘর হতে আলিফের মা তাকে ডাকতে থাকে। কিন্ত কোন সাড়া শব্দ না পেয়ে পরিবারের লোকজন তাকে খুঁজতে থাকে। একপর্যায় অনেক খোঁজাখুঁজির পর তাকে বাড়ির পার্শ্বে পুকুর হতে অচেতন অবস্থায় উদ্ধার করে। তাৎক্ষনিকভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ হুমায়ুন কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হাসপাতালে নেয়ার আগেই শিশুটির মৃত্যূ হয়েছে। #