মঙ্গলবার , ২৫ অক্টোবর ২০২২ | ২৮শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

বীরগঞ্জে মাদক-ধর্ষণ ও বাল্যবিয়ের বিরুদ্ধে শিক্ষার্থীদের শপথ

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
অক্টোবর ২৫, ২০২২ ৯:৩৪ অপরাহ্ণ

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার তিন শতাধিক শিক্ষার্থী মাদক, ধর্ষণ ও বাল্যবিয়ের বিরুদ্ধে শপথ নিয়েছে। এ সময় শিক্ষার্থীরা সব ধরনের সামাজিক অনাচারের বিরুদ্ধে লালকার্ড প্রদর্শন এবং দেশপ্রেম ও সত্যবাদিতার প্রতি সবুজ কার্ড প্রদর্শন করে। মঙ্গলবার (২৫ অক্টোবর) উপজেলার মাটিয়াকুড়া উচ্চ বিদ্যালয়ে লাল সবুজ উন্নয়ন সংঘের বীরগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে এ শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সংগঠনটির প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেলের পরিচালনায় ও বিদ্যালয়টির প্রধান শিক্ষক মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য মো.আমিনুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মোহনপুর ইউনিয়নের আওয়ামী লীগের সাবেক সভাপতি তাইজুল ইসলাম, সাধারন সম্পাদক মো. মাকসুদুজ্জামান সাজু, থানার এসআই স্বপ্নন পাল কুমার, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মারুফ হাসান রনি। ৪৮ তম জেলা হিসাবে শিক্ষার্থীদের শপথ পাঠ করান সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি কাওসার আলম। শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা করে নিজকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে এবং ছেলেরা ২১ ও মেয়েরা ১৮ বছর বয়সের পূর্বে বিবাহ বন্ধনে আবদ্ধ না হতে শপথে অনুরোধ জানান । তার এমন উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছে দেশের বিভিন্ন জেলার মানুষ। তার কন্ঠের সাথে কন্ঠ মিলিয়ে শপথ করছে হাজার হাজার শিক্ষার্থী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লাল সবুজ উন্নয়ন সংঘের উপজেলা সভাপতি তোফাজ্জল হোসেন,সহ- সভাপতি আবু বক্কর সিদ্দিক, সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হোসেন, সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক মাসুদ হাসান, অর্থ সম্পাদক আদিল মাহমুদ, দপ্তর সম্পাদক তপু রায়, শিক্ষা বিষয়ক সম্পাদক সোনিয়া আক্তার, সহ নারী ও শিশু উন্নয়ন সম্পাদক যুথী রাণী রায়, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সিমা রায়, সদস্য হুমায়ুন আহমেদ, সেলিম, রায়হান, শামীম।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে ঝরে পড়া শিশুদের শিক্ষা কার্যক্রম বিষয়ক অবহিতকরণ কর্মশালা

দিনাজপুরে আশ্রায়ন প্রকল্পের ২৫টি ভুমিহীন পরিবারকে উচ্ছেদ চক্রান্ত ও জুলুম নির্যাতনের প্রতিবাদে সংবাদ সম্মেলন

পঞ্চগড়ে মঞ্চায়িত শিল্পকলা একাডেমির নাটক‘কেষ্টর তীর্থ যাত্রা’

পীরগঞ্জে সমমনা বিভিন্ন মানবাধিকার সংস্থার সাথে দলিত আদিবাসী জনগোষ্ঠির মতবিনিময় সভা

আটোয়ারীতে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন

বীরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা

হরিপুরে বিএনপি’র জনসভায় বক্তব্যে বলেন, সংখ্যালঘুরা আমাদের আমানত — মহাসচিব মির্জা ফখরুল ,

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে পৃথক ঘটনায় ২ জনের আত্মহত্যা !

ঠাকুরগাঁওয়ে ঈদুল ফিতর উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

অস্ট্রেলিয়াকে সর্বনিম্ন রানের লজ্জায় ডুবাল বাংলাদেশ