বীরগঞ্জ ( দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে খদ্দেরকে মারপিট। বীরগঞ্জ উপজেলার পৌরশহরের ৪ নং ওয়ার্ডের মৃত ধর্ম নারায়ণের ছেলে মটর শ্রমিক সদস্য ও শিল্প কলা একাডেমির সদস্য তপু কুমার রায় (৫৫) অভিযোগ করে জানান, গত সোমবার সকালে একই গ্রামের সুরেশ চন্দ্র রায়ের ছেলে সুমন রায় এর আরিফ বাজারস্থ দোকানের বিকাশ এজেন্টের মাধ্যমে ৫ হাজার টাকা (৫ টি ১ হাজার টাকার নোট) প্রেরন করেন। পরদিন সকালে বিকাশ এজেন্টের মালিক সুমন জনৈক মাছ বিক্রেতার মাধ্যমে তপু রায়ের নিকট হতে ১ হাজার টাকার ছিড়া নোট দেয়া হয়েছে মর্মে সংবাদ পাঠায় এবং এই ছিঁড়া টাকাটা নিজের নয় বলতেই তপুকে মোবাইলে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। এরই প্রেক্ষিতে তপু রায় তার স্ত্রী সহ উক্ত দোকানের সামনে আসামাত্রই পুনরায় অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে বিকাশ এজেন্ট ও মুদির দোকানের মালিক সুমন। এসময় বাধানিষেধ করার একপর্যায়ে সেন্ডেল দেখালে মৃত মুতরু রায়ের ছেলে সত্যেন ও সুমন রায় অকস্মাৎভাবে নিজের স্ত্রীর সামনেই তপু রায়ের শার্টের কলার টানাটানি ও লাঞ্চিত করে এলোপাতাড়ি চড়,থাপ্পর, কিলঘুশি মারে। এসময় স্থানীয়রা এগিয়ে এসে এই খদ্দের ও দোকানীর ঝগড়া-মারামারি থামায়। এ ব্যাপারে ১ লা নভেম্বর প্রাথমিক চিকিৎসা শেষে উল্লখিত ঘটনার বিচার প্রার্থনা করে তপু রায় বীরগঞ্জ পৌরসভার মেয়র বরাবরে অভিযোগ দায়ের করেছেন বলেও তার পরিবারের সদস্যরা জানান। এ বিষয়টি সমন্ধে জানতে চাইলে দোকানী সুমন ছিঁড়া টাকা নিয়ে ঝগড়া, বিবাদের ঘটনাটি স্বীকার করে আগামী ৭ নভেম্বর পৌর পরিষদ কতৃপক্ষ উভয়পক্ষকে পৌরসভায় ডেকেছেন বলে জানান।