শুক্রবার , ১১ নভেম্বর ২০২২ | ২৭শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

ফুটবল বিশ্বকাপের পতাকা নিয়ে ছুটে চলছে হাবিব

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
নভেম্বর ১১, ২০২২ ৮:০১ অপরাহ্ণ

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি; আগামী ২০ নভেম্বর থেকে শুরু হবে কাতারে বিশ্বকাপ ফুটবলের আসর যতই দিন ঘুনিয়ে আসছে তত সারাদেশে বাড়ছে উত্তেজনা। সেই সাথে আসছে বিজয়ের মাস ডিসেম্বর। বাঙ্গালির জাতির এক আনন্দের মাস। এ মাসে পতাকার লাল-সবুজ পতাকার চাহিদা থাকে সবচেয়ে বেশি। আর এসময় বিভিন্ন মাপের বাংলাদেশের জাতীয় পতাকা বিক্রি করে জীবিকা নির্বাহ করেন অনেকেই।
দেশপ্রেমী ও ফুটবলপ্রেমীরা শুরু করে দিয়েছেন দিন গণনা। বিশ্বের সঙ্গে এ রোমাঞ্চের জন্য অধীর আগ্রহে খেলা দেখার জন্য রয়েছেন বাংলাদেশি সমর্থকরাও। এরই অংশ হিসেবে বাড়ছে বিশ্বকাপে অংশগ্রহণকারী দেশগুলোর পতাকার সাথে সাথে দেশীয় পতাকা বিক্রি হিড়িক।
দিনাজপুরের খানসামায় গত কয়েকদিন যাবৎ অনেক ভ্রাম্যমাণ মৌসুমী ব্যবসায়ী পেশা বদলে ফেরি করে পতাকা বিক্রি করছেন। ছুটছে বিভিন্ন জেলা উপজেলায়। ফুটপাতে দাঁড়িয়ে কিংবা পথে ঘাটে হেঁটে পতাকা বিক্রি করেছে।
বাংলাদেশে আর্জেন্টিনা ও ব্রাজিল ফুটবল দলের সমর্থক বেশি থাকায় এই দুই দেশের পতাকা বিক্রি গ্রাম অঞ্চল থেকে শহর এলাকায় বেশি। অন্যান্য দেশের পতাকাও কম-বেশি বিক্রি হচ্ছে। এদিকে পতাকার পাশাপাশি চাহিদা অনুযায়ী, বিভিন্ন ধরনের জার্সি ও ব্যাজ বানানোর কাজে ব্যস্ত সময় পার করছেন দর্জি কারিগররা।
উপজেলা ঘুরে পতাকা বিক্রি করছেন শরীয়তপুর জেলার গোশাইরহাট উপজেলার আহসান হাবীব। তিনি জানান, দিনে ৮শ থেকে ১২শ টাকার মত পতাকা বিক্রি করি। তিনি আরো বলেন, বিশ্বকাপ ও ডিসেম্বর মাসে আমাদের এই ব্যবসা বেশি ভাল হয়। এবার বিশ্বকাপ ও ডিসেম্বর মাসে প্রায় ৩০-৩৭ হাজার টাকার পতাকা বিক্রি করতে পারব।
প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত তিনি বিভিন্ন এলাকায় পতাকা বিক্রি করেন। বিশ্বকাপ খেলাকে সামনে রেখে পতাকা কিনতে আসা রাশেদ বলেন, বিশ্বকাপ ফুটবল খেলা দরজায় কড়া নাড়ছে।
তাই প্রিয় দল আর্জেন্টিনা সমর্থক হয়ে ৩০০ টাকা দিয়ে একটি পতাকা কিনে নিলাম। পতাকার দামের বিষয়ে আহসান হাবীব বলেন, প্রতিটি বড় আকারের লাল-সবুজ পতাকা ২০০ টাকা, মাঝারি ১৫০টাকা, ছোট আকারের ৩০থেকে ৫০ টাকা, মাথায় বাঁধার ফিতা ১৫ টাকা, আর রাবারের ফিতা ২৫ টাকা, লাঠি পতাকা ১৫ টাকা আর চরকি পতাকা ১৫ টাকা দরে বিক্রি করছেন তিনি। প্রতিদিন গড়ে যা বিক্রি করি তা দিয়ে দিন চলে যায়। আবার সব কিছু দাম বেশি সেকারণেই লাভ তেমন হচ্ছে না।
ধারণা করা হচ্ছে- আগামী কয়েক দিনের মধ্যে পুরোপুরি শুরু হবে বিশ্বকাপের আমেজ। পতাকার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যম, চায়ের দোকান থেকে বাড়ির উঠোনে চলবে তর্ক বিতর্কে মেতে উঠবেন ফুটবলপ্রেমীরা।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

হরিপুরে একুশের প্রথম প্রহরে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন

ঠাকুরগাঁওয়ে ডিজিটাল নিরাপত্তা আইন শীর্ষক গোলটেবিল বৈঠক

কাহারোলে নির্বাচিত উপজেলা চেয়ারম্যান বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন

বীরগঞ্জে বাংলাদেশ যুব অধিকার পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

পীরগঞ্জ সরকারি কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত

প্রায় ১৫০ বছরের প্রতিষ্ঠানে কালী প্রতিমা তৈরি শেষ,চলছে রং-তুলির আঁচড়

হরিপুর থানা পুলিশের পক্ষ থেকে অসহায় ও দুঃস্থদের মাঝে শীতবস্ত বিতরণ

হরিপুরে প্রতিবন্ধী ছাত্র-ছাত্রীদের মাঝে ডিসির কম্বল বিতরণ

হিলিতে দুই সার ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা

বীরগঞ্জে শতগ্রাম ইউনিয়ন আ.লীগের ত্রি-বার্ষিক কাউন্সিলে গোলাম মোস্তফা সভাপতি ও বিকাশ দেবনাথ সাধারণ সম্পাদক নির্বাচিত