বিকাশ ঘোষ, বীরগঞ্জ( দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জে বাংলাদেশ যুব অধিকার পরিষদের ১ম বছর প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। ৩১ আগষ্ট বিকেল ৫ টায় বীরগঞ্জ উপজেলা যুব অধিকার পরিষদ শাখার আয়োজনে ১ম প্রতিষ্ঠা বার্ষিকী সফল ও সার্থক করতে একটি র্যালী পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিজয় চত্বরে আলোচনা সভায় বক্তব্য রাখেন যুব অধিকার পরিষদ জেলা শাখার সহ সমন্বায়ক মোঃ আবু হানিফ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন যুব অধিকার পরিষদ উপজেলা শাখার সমন্বায়ক মোঃ ইয়াছিন আরাফাত, সহ সমন্বায়ক মোঃআনোয়ার হোসেন, মোঃ আক্কাস আলী, মোঃ হযরত আলী প্রমুখ। এসময় বাংলাদেশ যুব অধিকার পরিষদের উপজেলা শাখার অর্ধশতাধিক নেতৃবৃন্দ র্যালী ও আলোচনা সভায় অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, দলের প্রতিষ্ঠাতা ভিপি নূরের নেতৃত্বে তারণ্য অধিকার সমৃদ্ধ জনতার অধিকার, আমাদের অঙ্গিকার এই মূলমন্ত্র লালন করে বাংলাদেশ যুব অধিকার পরিষদে যোগ দেওয়ার আহবান জানান।