বুধবার , ২৯ জানুয়ারি ২০২৫ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

আটোয়ারীতে ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের জন্য উপকরণ বিতরণ

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
জানুয়ারি ২৯, ২০২৫ ৭:২৮ অপরাহ্ণ

মনোজ রায় হিরু, আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি ঃ
“ তারুণ্যের উৎসব বুকে ধারণ করে “ উন্নয়ন ও সমৃদ্ধির অগ্রযাত্রায়, দেশ গড়বো সমাজসেবায় ” এই শ্লোগানে সমাজকল্যাণ মন্ত্রণালয়াধীন সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসুচির আওতায় ভিক্ষাবৃত্তি নিরসনে গৃহিত স্কীম বাস্তবায়নের লক্ষ্যে পঞ্চগড়ের আটোয়ারীতে ভিক্ষুক পুনর্বাসন উপকরণ বিতরণ করা হয়েছে। বুধবার বিকেলে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয় আয়োজিত অনুষ্ঠানে ১৭জন ভিক্ষুককে পুনর্বাসনের জন্য ব্যাটারী চালিত ভ্যানগাড়ী এবং ব্যবসা করার জন্য দোকানঘর সহ মুদি দোকানের সরঞ্জাম বিতরণ করা হয়। বিতরণের আগে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপকারভোগীদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাফিউল মাজলুবিন রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপকারভোগীদের উদ্দেশ্যে পরমর্শমূলক বক্তব্য রাখেন পঞ্চগড় জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক অনিরুদ্ধ কুমার রায় । উপজেলা সমাজসেবা অফিসার(অ.দা.) তৌকির আহমেদ অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন এবং স্বাগত বক্তব্য রাখেন। এ সময আরও উপস্থিত ছিলেন, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক গোলাম ফারুক, রেজিস্ট্রেশন অফিসার মোঃ জহিরুল ইসলাম, উপজেলা সহকারী সমাজসেবা অফিসার আবু তাহের, উপজেলা সমাজসেবা অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, সুবিধাভোগীরা সহ স্থানীয় গণমাধ্যমকর্মীগণ। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ইউএনও মোঃ শাফিউল মাজলুবিন রহমান বলেন, ভিক্ষাবৃত্তি কোন পেশা নয়, ভিক্ষা করে দারিদ্র দূরীকরণ করা যায় না। ভিক্ষাবৃত্তি ছেড়ে কর্মসংস্থানে ফেরাতে ভিক্ষকদের মাঝে উপকরণ হিসেবে ব্যাটারী চালিত ভ্যান ও মুদি দোকানের মালামাল সহ দোকান ঘর বিতরণ করা হয়েছে। সমাজসেবা অফিসার (অ.দা.) জানান, আটোয়ারীতে আজ ১৭ জন ভিক্ষুকের মাঝে ভিক্ষুক পুনর্বাসন উপকরণ বিতরণ করা হলো। এর মধ্যে ৫জনকে দোকানের মালামাল সহ দোকান ঘর এবং ১২ জনকে ব্যাটারী চালিত ভ্যানগাড়ী প্রদান করা হয়েছে। প্রতিটি ভ্যানগাড়ীর মূল্য ৬০ হাজার টাকা এবং প্রতিটি দোকানে খরচ হয়েছে ৫৬ হাজার টাকা করে। দোকান ও ভ্যানগাড়ী বাবদ মোট ১০ লাখ টাকার উপকরণ ক্রয় করা হয়েছে। সুবিধাভোগী ভিক্ষুকরা অনেকেই প্রতিবন্ধী। বিতরণকৃত দোকান ও ভ্যানগাড়ী অফিস থেকে প্রতি মাসে তদারকী করা হবে। ভিক্ষাবৃত্তি ছেড়ে দিয়ে উপকরণগুলো সঠিকভাবে পরিচালনা করলে তারা পরিবার নিয়ে স্বচ্ছলভাবে চলতে পারবে। এসময় সুবিধাভোগীরাও আলোচনা সভায় নিজের অনুভুতি ব্যক্ত করে বক্তব্য রাখেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে হত্যার অভিযোগ

ঠাকুরগাঁওয়ে গ্রেফতার আতঙ্কে এলাকাবাসী !

খানসামায় নিঃসন্তান দম্পতিকে বাড়ি করে দিলেন ছাত্রলীগ নেতা রকিবুল ইসলাম ঐতিহ্য

পাকিস্তান সফরে জাতীয় অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলে বালিয়াডাঙ্গীর- সোহাগ

শেখ হাসিনা হৃদয় দিয়ে ধর্মকে ধারণ করেন বলেই বাংলাদেশে আজকের এই দৃশ্যমান অবয়ব -মনোরঞ্জন শীল গোপাল

দেশে বাস্তবায়িত সব মেগা প্রকল্পের আদলে দিনাজপুরের এক হোটেলের তোরণ !

দিনাজপুর পৌরসভায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর উদ্বোধন মেয়রের

কিংবদন্তি সংগীতশিল্পী লতা মঙ্গেশকর আর নেই

শেখ হাসিনা সবার জন্য মাথা গোঁজার ঠাই নিশ্চিত করছেন -মনোরঞ্জন শীল গোপাল- এমপি

পীরগঞ্জে যুগান্তরের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল