রবিবার , ২৪ জানুয়ারি ২০২১ | ২৮শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

অবৈধভাবে ইটভাটা পরিচালনা ও কাঠ পোঠানোর অভিযোগে ২টি ভাটা গুড়িয়ে দিলো ভ্রাম্যমান আদালত

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
জানুয়ারি ২৪, ২০২১ ৯:৪৪ অপরাহ্ণ

ঠাকুরগাঁও:
অবৈধ ভাবে ইটভাটা পরিচালনা ও কাঠ পোড়ানার অভিযোগে ঠাকুরগাঁও সদর উপজেলার বড়দেশ্বরী কেএম ব্রিকস এন্ড কেএস ব্রিকস এবং চাপোড় এলাকায় এমবি ব্রিক্স নামে দুটি ইট ভাটা ভেঙ্গে দিয়ে ২লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অদিপ্তর পরিচালিত ভ্রাম্যমান আদালত।
রবিবার দুপুরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: গোলাম রব্বানী সরদার সদর উপজেলার বড়দেশ্বরী কেএম ব্রিকস এন্ড কেএস ব্রিকস নামে ইট ভাটায় অভিযান চালায়। অবৈধ ভাবে ইটভাটা পরিচালনা ও কাঠ পোড়ানার অভিযোগে ইটভাটার ম্যানেজার মো: রাজুকে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদন্ডাদেশ দেন। এ সময় রংপুর পরিবেশ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক ফারুক হোসেন উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: গোলাম রব্বানী সরদার বলেন, ইটভাটা পরিচালনায় পরিবেশ অধিদপ্তরের কোন ছাড়পত্র দেখাতে পারেনি। এছাড়াও কয়লার বদলে কাঠ পোড়ানো হচ্ছে এই ইট ভাটায়। এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি। ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় ভাটার মালিক মোশারুল হক উপস্থিত ছিলেন না।
স্থানীয়দের দীর্ঘদিন ধরে অভিযোগ ছিল ওই ইট ভাটার কারণে কৃষি জমিতে বিভিন্ন ফল ফসল উৎপাদন হ্রাস পায়। স্থানীয় কৃষকরা ওই ইট ভাটা অপসারণের দাবিতে জেলা প্রশাসনসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দেয়।
এদিকে পীরগঞ্জ পৌরশহরের চাপোড় এলাকায় এমবি ব্রিক্স নামে ইট ভাটায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট গোলাম রব্বানী সরদার ও পরিবেশ অধিদপ্তরে রংপুরের সহকারি পরিচালক ফারুক হোসেন যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্যেট গোলাম রব্বানী সরদার বলেন, ইট প্রস্তুত ও ভাটা নিয়ন্ত্র আইন ২০১৩ অনুযায়ী স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ইট প্রস্তুত করণের লাইসেন্স না থাকায় এমবি ব্রিক্স ফিন্ডে ফায়ার সার্ভিস দিয়ে পানি ছিটানো হয় এবং বন্ডুজার দিয়ে ভাটা ভেঙ্গে দেওয়া হয়।
উল্লেখ্য, পীরগঞ্জ উপজেলায় জেলা প্রশাসনের ফায়ারিং সার্টিফিকেট ছাড়াই অবৈধ ১৭ ইটভাটায় পুরোদমে ইট পোড়ানোর কাজ অব্যাহত রয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঢাকাস্থ বীরগঞ্জ সমিতির জরুরী সভা অনুষ্ঠিত

আওয়ামী লীগ দেশের যে উন্নয়ন করেছে বিএনপি ১শ বছর ক্ষমতায় থাকলেও তা পারতো না -মনোরঞ্জন শীল গোপাল এমপি

বীরগঞ্জে নব- গঠিত ছাত্রলীগের মোমবাতি প্রজ্বলন

রাণীশংকৈল মাহারাজা বাজারে ইউপি সদস্যের জিম্মাদার না মানায় দোকান ভাঙচুর!

পঞ্চম বারের মত পঞ্চগড় রোভার স্কাউটের জেলা সম্পাদক হলেন আব্দুল কাদের

দেশে বাস্তবায়িত সব মেগা প্রকল্পের আদলে দিনাজপুরের এক হোটেলের তোরণ !

শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে করোনার মধ্যেও দেশের অর্থনীতির চাকা সচল রয়েছে – নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী

বিরলে হাতের নাগালে আধুনিক জাতের মাঠ ফসলের বিভিন্ন বীজ

চতুর্থ শ্রেণী সরকারী কর্মচারী সমিতি দিনাজপুর সদর উপজেলা শাখার পরিচিতি সভা

হাবিপ্রবিতে সহকারী অধ্যাপকদের জন্য স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস শীর্ষক প্রশিক্ষণ