বিকাশ ঘোষ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি ॥ বীরগঞ্জে প্রকাশ্যে টাকার বিনিময় তাস দিয়ে জুয়া খেলার অপরাধে ৬ জুয়াড়ি গ্রেফতার করে ম্যাজিষ্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।
বীরগঞ্জ থানার এসআই আকবর আলীর নেতৃত্বে এস আই নজমুল হক, এএস আই মোহাম্মদ,রাশেদুল দ্বীনেশ বর্মণ,সুধানসহ একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বুধবার গভীর রাতে বিশেষ অভিযান চালিয়ে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের রসুলপুর গ্রামের মোঃ রহিম উদ্দীনের ছেলে জাকিরুল ইসলাম (৩৩), মোঃ রিয়াজুল ইসলামের ছেলে রেজাউল ইসলাম(২৯), হরকুৃমার বর্মণের ছেলে সঞ্জয় বর্মণ(৩৫) , মৃত : মহন্তের ছেলে অবিনাশ মহন্ত(৩৯), মৃত: মোকসেদ আলীর ছেলে মোকলেসুর (৪০) ও নুরুল ইসলামের ছেলে আলমগীর হোসেন (২৬) কে রসুলপুর প্রতিবন্ধী স্কুলে প্রকাশ্যে টাকার বিনিময় তাস দিয়ে জুয়া খেলার অপরাধে হাতেনাতে গ্রেফতার করেন। এসময়ে তাদের কাছে কয়েক সেট তাস, বিছানা ও টাকা বিছিয়ে খেলার নগদ ১ হাজার ৪ শ’ ১০ টাকা উদ্ধার করেন। জুয়াড়ীদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে ১৮৬৭ সালের প্রকাশ্যে জুয়া আইনের ৪ ধারা মোতাবেক একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-২০ তারিখ ৩১/১২/২০২০ ইং
গ্রেফতারকৃতদের সকালে বৃহস্পতিবার জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।