সোমবার , ২০ মে ২০২৪ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

উপজেলা পরিষদের নির্বাচন উপলক্ষে চিরিরবন্দরে জাতীয় সংসদের সাবেক হুইপ-আইনজীবির মধ্যে ধস্তাধস্তি

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
মে ২০, ২০২৪ ৯:২০ পূর্বাহ্ণ
উপজেলা পরিষদের নির্বাচন উপলক্ষে চিরিরবন্দরে জাতীয় সংসদের সাবেক  হুইপ-আইনজীবির মধ্যে ধস্তাধস্তি

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের চিরিরবন্দরে উপজেলা পরিষদের নির্বাচন উপলক্ষে বক্তব্যকে কেন্দ্র করে জাতীয় সংসদের সাবেক হুইপ ও আইনজীবির মধ্যে ধস্তাধস্তি, হাতাহাতি ও সংঘর্ষের ঘটনায় এলাকায় তোলপাড় চলছে।
স্থানীয় প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসি সূত্রে জানা গেছে, গত শুক্রবার দিবাগত রাত ৯টায় চিরিরবন্দর উপজেলার রাজাপুর বুড়িরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা পরিষদের নির্বাচন উপলক্ষে চেয়ারম্যান প্রার্থী জ্যোতিষ চন্দ্র রায়ের মোটরসাইকেল মার্কার সমর্থনে নির্বাচনী পথসভায় বক্তব্য রাখেন, জাতীয় সংসদের সাবেক হুইপ আলহাজ্ব মো. মিজানুর রহমান মানু।
এসময় তিনি বিভিন্ন প্রার্থীর লোকজনের উদ্দেশ্যে দেয়া বক্তব্য শেষে সাবেক হুইপ আলহাজ্ব মো. মিজানুর রহমান মানু বিদ্যালয়ের গেটে পৌঁছামাত্র অ্যাডভোকেট অনিমেষ রায় তাঁর পথরোধ করেন এবং নির্বাচনী পথসভায় দেয়া বিভিন্ন বক্তব্যের ব্যাখ্যা জানতে চান। এসময়ে উভয়ের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। তর্ক-বিতর্কের এক পর্যায়ে নিজ নিজ সমর্থকদের মধ্যে হাতাহাতি শুরু হয়। যা পরবর্তীতে সংঘর্ষের রুপ ধারণ করে। এক পর্যায়ে অবস্থা বেগতিক দেখে ওই আইনজীবি দক্ষিণে রাজাপুর বুড়িরহাট উচ্চ বিদ্যালয়ের দিকে সরে গেলে স্থানীয়রাসহ বাজারের লোকজন ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুই পক্ষকে সরিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
ঘটনার বিষয়ে আইনজীবি অনিশেষ রায় সাংবাদিকদের বলেন, সাবেক হুইপ মিজানুর রহমান মানু আমার ও কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে মিথ্যাচার করে বক্তব্য দিয়েছেন। তাঁর সামনে গিয়ে প্রমাণ চাওয়া মাত্রই উনি আমার ওপর চড়াও হন। সেখানকার অনাকাঙ্খিত ঘটনায় আমি বিব্রত এবং সেখান থেকে সরে যাই।
এ ব্যাপারে সাবেক হুইপ আলহাজ্ব মো. মিজানুর রহমান মানু বলেন, সে আমার সামনে এলে আমি বলি, আমি মিথ্যাচার বললে আপনিও বক্তব্যে বলেন। এই বলে সেখান থেকে চলে আসি। পরে কি হয়েছে জানি না।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরে শহীদ জিয়া’র জন্মবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপন কর্মসূচী পালন ও দোয়া মাহফিল

উদ্যাক্তা শিমুলের তৈরিকৃত টাইলস ছড়িয়ে যাচ্ছে সারাদেশে

ঠাকুরগাঁওয়ে তাপদাহে ধানের বীজতলা নিয়ে বিপাকে কৃষক

চাকুরী স্থায়ীকরণের দাবিতে মেডিকেল কলেজ হাসপাতালের আউটসোর্সিং কর্মচারীদের মানববন্ধন ও কর্মবিরতি

রাস্তার কার্পেটিং কাজের উদ্বোধন করেন মেয়র মোঃ মোশারফ হোসেন

পঞ্চগড়ে জেলা আওয়ামী লীগের উদ্যোগে শান্তিপূর্ণ অবস্থান ও সমাবেশ

হরিপুরে পথশিশুদের নিয়ে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালন

খানসামায় গ্রাম আদালত বিষয়ে মতবিনিময় সভা

এক পা বিশিষ্ট জন্মনেওয়া শিশুর পরিবারের পাশে জেলা প্রশাসক ও বিরামপুর উপজেলা প্রশাসন

দিনাজপুরে জিয়াউর রহমান ফাউন্ডেশনের মাধ্যমে তারেক রহমানের ঈদ উপহার বিতরণ