হরিপুর (ঠাকুরগাঁও) সংবাদদাতা:
মহান বিজয় দিবস ২০২২ উদযাপন উপলক্ষে ঠাকুরগাঁওয়ের হরিপুরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতিমূলক সভায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ কে এম শরীফুল হক এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ জিয়াউল হাসান মুকুল।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন,হরিপুর থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম,
উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম,মহিলা ভাইস চেয়ারম্যান মোতাহারা পারভীন সুমি,গেদুড়া ইউপি চেয়ারম্যান তরিকুল ইসলাম, আমগাও ইউপি চেয়ারম্যান পাভেল তালুকদার, বকুয়া ইউপি চেয়ারম্যান আবু তাহের রেজা,ডাঙ্গীপাড়া ইউপি চেয়ারম্যান আহসান হাবিব,হরিপুর সদর ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম, ভাতুরিয়া ইউপি চেয়ারম্যান শাহজাহান আলী প্রমূখ।