দিনাজপুরের বিরলে একটি সরিষা ক্ষেতে দেখা মিললো বনে-জঙ্গলের বিলুপ্ত প্রায় ‘রাসেল ভাইপার’ সাপের। সাপটিকে দেখার জন্য আশে-পাশের এলাকার শত শত উৎসুক জনতা সেখানে ভীড় করতে থাকে। সীমান্তের ওপার থেকে সাপটি আসতে পারে বলে স্থানীয়রা জানায়।
গতকাল বৃহস্পতিবার সন্ধার আগে বিরল উপজেলার ভান্ডারা ইউনিয়নের রেংটার ব্রীজ সংলগ্ন তুলাই নদীর ধারে একটি সরিষা ক্ষেতে স্থানীয়রা এই বিষধর ‘রাসেল ভাইপার’ সাপটিকে দেখতে পায়। পরে বস্তা দিয়ে তাকে আটকে ফেলে স্থানীয়রা।
স্থানীয় আব্দুল কুদ্দুস জানান, ধারনা করা হচ্ছে, সীমান্তবর্তী এলাকা হওয়ায় এই বিষধর সাপটি ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেছে। সাপটিকে সন্ধায় দিনাজপুর বন বিভাগের হাতে তুলে দেওয়া হয়।
বিরলের ধর্ম্মপুর বন কর্মকর্তা মহসীন আলী বিষয়টি নিশ্চিত করে জানান, সংবাদ পেয়ে সাপটি উদ্ধার করে আনা হয়েছে। সাপটি বিষধর ‘রাসেল ভাইপার’। সাপটি অসুস্থ থাকায় কাউকে হয়তো ছোবল মারতে পারেনি। বিষধর এই রাসেল ভাইপারটি ৫ ফিট লম্বা। আপতাত আমাদের বিরলের কালিয়াগঞ্জ বনবিভাগে রাখা হয়েছে। সুস্থ করার পর কোথায় রাখা হবে, কি ব্যবস্থা নেয়া হবে তখন বলা যাবে।