বুধবার , ৭ ডিসেম্বর ২০২২ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

দিনাজপুরে পৃথক সড়ক দূর্ঘটনায় স্বামী-স্ত্রীসহ চারজন নিহত

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
ডিসেম্বর ৭, ২০২২ ৯:০৩ অপরাহ্ণ

বিরামপুর ও বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি\ দিনাজপুরে পৃথক সড়ক দূর্ঘটনায় স্বামী-স্ত্রীসহ চারজন নিহত হয়েছেন।
দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের বিরামপুরে বিআরটিসি বাসের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সোহেল রানা ও সেলিনা বেগম নামে স্বামী-স্ত্রী ও ট্রাক ধাক্কায় ট্রাকের একজন হেলপার এবং বীরগঞ্জ-দেবীগঞ্জ আঞ্চলিক সড়কের বীরগঞ্জে বালুবাহী ড্রাম ট্রাকের ধাক্কায় মাওলানা হযরত অলী নামে এক মটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
গতকাল বুধবার সকাল সাড়ে ৯টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের বিরামপুরের টাটকপুর বেলডাঙ্গা মোড় এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, সোহেল রানা (৩৮) দিনাজপুর সদর উপজেলার রেলওয়ে কলোনির লোকমান আলীর ছেলে এবং সেলিনা বেগম (২৮)একই উপজেলার নিমগর বালুবাডী এলাকার রুস্তম আলীর মেয়ে এবং নিহত ট্রাকের হেল্পার শাকিল হোসেন (২৭) টাঙ্গাইলের কছিমদ্দিনের ছেলে।
অপরদিকে, নিহত মাওলানা হযরত আলী পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার প্রধানাবাদ গ্রামের মৃত মোঃ বেলাল হোসেনের ছেলে। বুধবার সকাল ৭টায় বীরগঞ্জ উপজেলার মোহনপুর ইউনিয়নের বীরগঞ্জ-দেবীগঞ্জ আঞ্চলিক সড়কের বড় করিমপুর বাঁশবাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীযরা জানান, বুধবার সকালে নওগাঁ সাপাহার থেকে ছেড়ে আসা বিআরটিসি রংপুরগামী একটি যাত্রীবাহী বাস রংপুরে যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে বাসটির ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলের দুই আরোহী ছিটকে পড়েন। পরে তাদের উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। অপর দিকে মঙ্গলবার দিবাগত রাত ১১টায় গোবিন্দগঞ্জ দিনাজপুর মহাসডকের বিরামপুর ব্রাক অফিসের পূর্ব পার্শ্বে বালু বোঝাই মেসি গাড়ী দাড়িয়ে থাকা অবস্থায পিছন দিক থেকে ট্রাক ধাক্কা দিলে ট্রাকের হেল্পার শাকিল হোসেন (২৭) ঘটনাস্থলেই মারা যায়।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুমন কুমার মহন্ত বিষযটি নিশ্চিত করে জানান, বুধবার সকালে বিআরটিসি বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ দুজন নিহত হয়েছেন। নিহত দু’জন স্বামী-স্ত্রী। তাদের কাছে নগদ ১ লাখ ৮৭০২টাকা ছিল। আবার মঙ্গলবার রাতে ট্রাকের ধাক্কায় ট্রাকের এক হেল্পার নিহত হযেছেন। পরিবারের কাছে খবর দেওযা হয়েছে।
অপরদিকে, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি জানায়, দিনাজপুরের বীরগঞ্জে বালুবাহী ড্রাম ট্রাকের ধাক্কায় মাওলানা হযরত অলী (৫৭)নামে এক মটর সাইকেল আরোহী নিহত হয়েছেন।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, বুধবার সকালে নিজবাড়ী হতে মটর সাইলেক যোগে বীরগঞ্জ আসছিলেন মাওলানা হযরত আলী। পথে বীরগঞ্জ উপজেলার মোহনপুর ইউনিয়নের বীরগঞ্জ-দেবীগঞ্জ আঞ্চলিক সড়কের বড় করিমপুর বাঁশবাগান এলাকায় একটি বালুবাহী ড্রাম ট্রাক তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।
বীরগঞ্জ থানার এসআই মোঃ আশরাফুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত বলেন, নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় মৃতদেহ সজনদের হাতে তুলে দেওয়া হয়েছে

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ওয়ার্ল্ড ভিশনের উদ্দ্যোগে শিশুদের পড়াশুনায় সম্পৃক্ত করতে তাদের অভিভাবকদের খাদ্য সহায়তা প্রদান

ঠাকুরগাঁওয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর শাহাদাত বার্ষিকী উপলক্ষে – দুস্থদের মাঝে খাবার বিতরণ ও বই প্রদর্শনী !

বিশ্বকাপকে সামনে রেখে দিনাজপুরে বেড়েছে পতাকার কদর ও বিক্রি

রাণীশংকৈলে জেলা আ’লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান সাদেক কুরাইশী স্মরণে শোকসভা

আটোয়ারীতে নবাগত ইউএনও’র যোগদান

২০ বছর পর খানসামা উপজেলা যুবলীগের কাউন্সিল, পদপ্রত্যাশীদের দৌড়ঝাঁপ

পীরগঞ্জে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ২৬ তম সম্মেলন অনুষ্ঠিত

বীরগঞ্জে গীতা স্কুল উদ্বোধন ও গীতা প্রদান কর্মসূচি পালিত হয়েছে

বিশ্ব নদী দিবস উপলক্ষে বীরগঞ্জে মানববন্ধন ও আলোচনা সভা

ঠাকুরগাঁও পৌর নির্বাচন: ঋনখেলাপী থাকায় কাউন্সিল’র প্রার্থীতা বাতিল!