সোমবার , ৩০ সেপ্টেম্বর ২০২৪ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

বিরামপুরে ট্রাকের ধা-ক্কায় সাইকেল আরোহী নি*হত

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
সেপ্টেম্বর ৩০, ২০২৪ ৯:০৪ অপরাহ্ণ

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি\দিনাজপুরের বিরামপুর উপজেলার বিরামপুর-ঘোড়াঘাট আঞ্চলিক মহাসড়কে ট্রাকের ধাক্কায় নূর আলম (৪০) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন।
শনিবার রাতে বিজুল বালিকা বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক বিষয়টি নিশ্চিত করেন।
নিহত নূর আলম বিজুল গ্রামের মৃত মনছুর আলীর ছেলে।
পুলিশ জানায়, শনিবার দিবাগত রাত ১১টার দিকে মহাসড়ক দিয়ে বাইসাইকেল চালিয়ে যাওয়ার সময় একটি ট্রাক বাইসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সাইকেলের আরোহী নূর আলম নিহত হন।
বিরামপুর থানার ওসি মমতাজুল হক বলেন, অভিযোগ না থাকায় পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও