“প্রগতিশীল প্রযুক্তি অন্তর্ভুক্তিমূলক উন্নতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুর জেলা প্রশাসনের আয়োজনে ডিজিটাল বাংলাদেশ দিবস- উদযাপন উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়েছে। উক্ত কর্মসূচীর মধ্যে ছিলো ১২ ডিসেম্বর-২০২২ সোমবার সকালে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, বর্ণাঢ্য র্যালী, (ঢাকা থেকে সরাসরি সম্প্রচারিত কেন্দ্রীয় মূল অনুষ্ঠান উদ্বোধন ও পুরস্কার বিতরণ), আলোচনা সভা শেষে রচনা ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতার পুরস্কার বিতরনী। প্রথমে জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকীর নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জেলা প্রশাসনের পুষ্পস্তবক অর্পণ করা হয়। এছাড়াও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন জোনাল সেটেলমেন্ট অফিস দিনাজপুর, দিনাজপুর গণপূর্ত বিভাগ, বিআরটিএ দিনাজপুর সার্কেল। এসময় উপস্থিত ছিলেন জোনাল সেটেলমেন্ট অফিসার মোঃ শামসুল আজম, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সৈয়দ মোকাদ্দেক হোসেন বাবলু, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আনিচুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) দেবাশীষ চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মমিনুল করিম, সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সাথী দাস, জেলা শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ হোসেন আলী, গণপূর্ত বিভাগ দিনাজপুরের উপ-বিভাগীয় প্রকৌশলী (ফুলবাড়ী উপবিভাগ) মোঃ ইমরান রহমান, উপ-বিভাগীয় প্রকৌশলী (ই/এম) আব্দুল মতিন, সহকারী প্রকৌশলী (সিভিল) কাজী তরিকুজ্জামান, সহকারী প্রকৌশলী (ই/এম) নাফিস চৌধুরী, বিআরটিএ দিনাজপুর সার্কেলের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। এরপর জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকীর নেতৃত্বে দিবসটি উপলক্ষ্যে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়। র্যালী শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে (কাঞ্চন-১) আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মমিনুল করিম। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) দেবাশীষ চৌধুরী’র সভাপতিত্বে ও জেলা প্রশাসনের সহকারী কমিশনার অনিন্দিতা ভৌমিক’র উপস্থাপনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন জোনালে সেটেলমেন্ট অফিসার মোঃ শামসুল আজম, জেলা সিভিল সার্জন ডাঃ এ.এইচ.এম বোরহান-উল-ইসলাম সিদ্দিকী, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সৈয়দ মোকাদ্দেক হোসেন বাবলু, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ হোসেন আলী, সদর উপজেলা কমান্ডার মোঃ লোকমান হাকিম, কালেক্টরেট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ রাহেনুল ইসলাম সিদ্দিকী, ফ্রিল্যান্সার এসোসিয়েশনের মুকিদ হায়দার শিপন প্রমুখ। উক্ত অনুষ্ঠানে জেলা প্রশাসন, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, সংবাদকর্মী, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক, শিক্ষার্থী, বিভিন্ন ইউনিয়ন পরিষদের উদ্যোক্তাবৃন্দ উপস্থিত ছিলেন। সর্বশেষে রচনা ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদপত্র তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি।