বিকাশ ঘোষ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার মোহনপুর ইউনিয়ন পরিষদের সামনে আশ্রয়নে(গুচ্ছ গ্রাম) ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (১৩ ডিসেম্বর -২০২২) বিকেলে উপজেলার পরিষদ কার্যালয়ে ১৪ জন পরিবারের মাঝে নগদ ৩ হাজার টাকা করে সহায়তা প্রদান করেন দিনাজপুর জেলা পরিষদের চেয়ারম্যান মো.দোলোয়ার হোসেন। এসময়
জেলা পরিষদের ১ নং সদস্য মোঃ রোকনুজ্জামান বিপ্লব, জেলা পরিষদের মহিলা সদস্য মিরা মাহবুব ও বীরগঞ্জ উপজেলার ১০ নং মোহনপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ শাহীনুর রহমান চৌধুরী শাহিন সহ অত্র ইউনিয়নের ইউপি সদস্য, সংরক্ষিত মহিলা আসনের ইউপি সদস্য সহ স্থানীয় গণম্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে গত ১৭ অক্টোবর মোহনপুর ইউনিয়ন পরিষদের সামনে আশ্রয়নে(গুচ্ছ গ্রাম) ভয়াবহ অগ্নিকান্ড ঘটে,এতে ১৪ বাড়ি অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত হয়।