বিকাশ ঘোষ, বীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জে সমতলে বসবাসরত ক্ষুদ্র ও নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নে প্রকল্প পরিচিতি কর্মশাল ও মতবিনিম সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে বীরগঞ্জ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে হেক্স ইপারের সহযোগিতায় ও ইউএসডিওর বাস্তবায়নে, উপজেলা প্রশাসনের আয়োজনে কর্মশালা ও মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী অফিসার আব্দুল কাদেরের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রবিন্দ্রনাথ গবিন বর্মণ বলেন, সরকারের পাশাপাশি দুর্যোগ, কোভিড-১৯ ও শিক্ষা সহ বিভিন্ন সামাজিক উন্নয়নে এনজিও প্রতিষ্ঠান গুলি কাজ করে যাচ্ছে, ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অরগানাইজেশান ইউএসডিও’র “রিভাইভ প্রকল্প” নামে ২ বৎসর মেয়াদী প্রকল্পটি ক্ষুদ্র ও নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও বাস্তবায়নে কাজ করবে বলে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। এসময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, জনপ্রতিনিধি ইউএসডি’র নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর উপকারভোগী ও সাংবাদকর্মী উপস্থিত ছিলেন।