বুধবার , ৯ জুলাই ২০২৫ | ২৬শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ডেটোনেটর বিস্ফোরণে কবজি উড়ে গেল শিশুর

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
জুলাই ৯, ২০২৫ ১১:০০ অপরাহ্ণ

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি \দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনির পাশে পরিত্যক্ত ডেটোনেটর (এক্সপ্লোসিভ ডিভাইস) বিস্ফোরণে এক শিশুর ডান কবজি উড়ে গেছে। মঙ্গলবার দুপুর ১২টার দিকে পার্বতীপুর উপজেলার বড়পুকুরিয়া কয়লাখনি-সংলগ্ন চৌহাটি গ্রামে এই দুর্ঘটনা ঘটনা ঘটে। আহত শিশুর নাম ইলিয়াস (১০)। সে চৌহাটি গ্রামের বাসিন্দা আশরাফুল ইসলামের ছেলে ও স্থানীয় একটি মাদ্রাসার নাজরা শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর ১২টার দিকে কয়লাখনি এলাকার ডাম্পিং এলাকা থেকে শিশু ইলিয়াস একটি ধাতব বস্তু পেয়ে কৌতূহলবশত তা নাড়াচাড়া করতে করতে বাড়িতে নিয়ে আসে। এরপর মোবাইলের নষ্ট ব্যাটারির সঙ্গে সংযোগ দিলে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে তার ডান কবজি বিচ্ছিন্ন হয়ে আঙুল খুলে পড়ে যায় এবং শরীরের বিভিন্ন অংশে ক্ষত হয়।
পরিবারের সদস্যরা রক্তাক্ত অবস্থায় তাৎক্ষণিক তাকে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। বর্তমানে সে সেখানে চিকিৎসারত রয়েছে।
ইলিয়াসের বাবা আশরাফুল ইসলাম বলেন, ‘সে খনির পাশ থেকে ওই সব ধাতব পদার্থ কুড়িয়ে এনে বাড়িতে খেলছিল। হঠাৎ বিকট শব্দ শুনে দৌড়ে গিয়ে দেখি, আমার ছেলের ডান হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে রক্তাক্ত অবস্থায় কাতরাচ্ছে। পরে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই।’
জানা গেছে, বড়পুকুরিয়া কয়লাখনির পূর্ব পাশে প্রাচীর ঘেঁষে কাঁটাতার দিয়ে ঘেরা খনির ডাম্পিং এরিয়া রয়েছে। সেখানে খনির বিভিন্ন উচ্ছিষ্টসহ সব ধরনের বর্জ্য ফেলা হয়। এসব বর্জ্য থেকে কয়লার সন্ধানে এলাকার লোকজন ওই ডাম্পিং এরিয়ায় প্রবেশ করে কয়লা সংগ্রহ করে তা বিক্রি করেন। এসব বর্জ্যের সঙ্গে মাঝেমধ্যে এক্সপ্লোসিভ ডিভাইস মেলে। খনির পার্শ্ববর্তী গ্রাম চৌহাটির অনেকেই এই ডাম্পিং পয়েন্ট থেকে কয়লা সংগ্রহ করতে গিয়ে ওইসব এক্সপ্লোসিভ ডিভাইস পেয়ে থাকেন। তাঁরা এর বিশদ কিছু জানেন না। অনেক সময় শিশুরা এসব বাড়িতে এনে খেলে।
বড়পুকুরিয়া কয়লাখনির মহাব্যবস্থাপক (মাইন অপারেশন) খান মো. জাফর সাদিক বলেন, ‘খনির ভূগর্ভে কয়লা উত্তোলনের ক্ষেত্রে বিস্ফোরণের কাজে ডেটোনেটর ব্যবহার করা হয়। এগুলো খুবই স্পর্শকাতর। এগুলো কোনটি অকেজো ও কোনটি তাজা, তা সাধারণভাবে কারও বুঝতে পারার কথা নয়। তা ছাড়া খনির বাইরে প্রাপ্ত ডেটোনেটরে কোনো সংযোগ নেই। তবে এগুলো ডাম্পিং পয়েন্ট থেকে কোনো না কোনোভাবে ধাতব বস্তু হিসেবে গ্রামবাসী সংগ্রহ করেছেন। বিষয়টি আগে কেউ আমাদের নজরে আনেনি। ঘটনার পর আমরা জনতে পেরেছি, বিষয়টি নিয়ে আমরা কাজ করছি।
এই কর্মকর্তা জানান, ডেটোনেটর বিস্ফোরণের বিষয়ে ইতিমধ্যে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।তদন্ত শেষে ব্যবস্থা নেওয়া হবে। আহত শিশুর বিষয়ে তিনি বলেন, আগে তার চিকিৎসা চলুক।পরে তার বিষয়ে খনি কর্তৃপক্ষ সর্বোচ্চ সহযোগিতা করবে এবং তার পাশে থাকবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

হরিপুর থানায় মাদক নির্মূলে ওসির কঠোর হুঁশিয়ারি

রাণীশংকৈলে অটিস্টিক ও প্রতিবন্ধী শিশুদে শীতবস্ত্র ও শিক্ষা উপকরণ বিতরণর

আমদানি রফতানি বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে নানা সমস্যা নিয়ে ভারত-বাংলাদেশের ব্যবসায়ীদের নিয়ে যৌথ বৈঠক

সাপের পাতা খেলায় মাতলো হাজার হাজার দর্শক

ঠাকুরগাঁওয়ে বিদ্যালয়ে অনিয়মভাবে  নিয়োগ প্রদানের বিরুদ্ধে আদালতে মামলা

ঠাকুরগাঁওয়ে বিদ্যালয়ে অনিয়মভাবে নিয়োগ প্রদানের বিরুদ্ধে আদালতে মামলা

বাংলাদেশে আজ করোনায় মৃত্যুহীন দিন

ফুলবাড়ীতে বিএনপি’র মিছিলে ককটেল হামলায় উপজেলা ও পৌর বিএনপি’র সা: সম্পাদকসহ আহত ৫

পীরগঞ্জে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ

কাহারোলে ছাত্রকে মারপিটের ঘটনায় উপজেলা প্রশাসনের ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন

কাহারোলে ছাত্রকে মারপিটের ঘটনায় উপজেলা প্রশাসনের ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন

রাণীশংকৈল পৌরসভাকে ঝুকিপূর্ণ শিশুশ্রম মুক্ত ঘোষনা