মিজানুর রহমান,হরিপুর প্রতিনিধি:
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২২ উপলক্ষ্যে জেলা পর্যায়ের বাছাইয়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হয়েছেন ফয়েজ মোহাম্মদ জামান ।
তিনি হরিপুর উপজেলার হরিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
সম্প্রতি ঠাকুরগাঁও জেলার শ্রেষ্ঠ জনপ্রতিনিধি, বিদ্যালয়ের প্রধানসহ শিক্ষক-শিক্ষিকা, ব্যক্তি, প্রতিষ্ঠান, কর্মকর্তা ও কর্মচারীদের যাচাই-বাছাই শেষে তাঁদের মনোনীত করেছেন।
ফয়েজ মোহাম্মদ জামান হরিপুর উপজেলার হরিপুর সদর ইউনিয়নের ভবানন্দপুর গ্রামের বীরমুক্তিযোদ্ধা নুর হোসেনের ছেলে।
শ্রেষ্ঠ সহকারী শিক্ষক ফয়েজ বলেন,একজন শিক্ষক হিসেবে নিজে শ্রেষ্ঠ হওয়ায় চেষ্টা করিনি।শুধু নিজের বিবেক ও সততাকে কাজে লাগিয়ে নিজে শিক্ষার জন্য, বিদ্যালয়ের জন্য সর্বপরি আমার শিক্ষার্থীদের জন্য সবসময় নিজেকে বিলিয়ে দিয়েছি।