সোমবার , ১৯ ডিসেম্বর ২০২২ | ২৮শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

পঞ্চগড়ে বেড়েছে শীতের তীব্রতা শীতজনিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালমূখী শিশু-বয়স্করা বেড না থাকায় মেঝেতেই দেয়া হচ্ছে চিকিৎসা

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
ডিসেম্বর ১৯, ২০২২ ৭:৩৩ অপরাহ্ণ

পঞ্চগড় প্রতিনিধি\ হিমেল বাতাস আর ঘনকুয়াশার কারণে পঞ্চগড়ে প্রতিদিনেই নামছে তাপমাত্রার পারদ। নিয়মিতভাবে সারাদেশের মত সর্বনি¤œ তাপমাত্রা না হলেও গত কয়েকদিনের টানা ঠান্ডায় দূর্ভোগে পড়েছে জেলার সাধারণ মানুষ। একই কারণে সন্ধ্যার পর শহরে লোকজনের উপস্থিতিও কমে গেছে। খুব প্রয়োজন ছাড়া সন্ধ্যার পর ঘরের বাইরে বের হচ্ছে না লোকজন। আর তীব্র ঠান্ডার কারণে শীত জনিত নানান রোগের উপসর্গ নিয়ে হাসপাতালে বেড়েছে শিশু ও বৃদ্ধদের ভিড়।
আবহাওয়া অফিসের হিসেবে গত তিনদিন ধরে চুয়াডাঙ্গা ও এর আশপাশের জেলার ওপর দিয়ে বয়ে গেছে মৃদু শৈত্যপ্রবাহ। তাই এই কয়েকদিন চুয়াডাঙ্গায় দেশের সর্বনি¤œ তাপমাত্রা রেকর্ড করা হয়। গত শনিবারও চুয়াডাঙ্গায় দেশের সর্বনি¤œ তাপমাত্রা ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। তবে গতকাল রোববার দেশের সর্বনি¤œ তাপমাত্রা ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগার। পঞ্চগড়ে এখনও মৃদু শৈত্যপ্রবাহ শুরু না হলেও গত কয়েকদিন ধরে ঘন কুয়াশার কারণে দিনের বেলাতেও রোদের উত্তাপ ছিল অনেক কম। এ কারণে শীত বেশি অনুভ‚ত হয়েছে। গতকাল রোববার দুপুর থেকেই শুরু হয় উত্তরের হিমেল বাতাস। হিমালয় থেকে বসে আসা হিমেল বাতাসের কারণে শীতের তীব্রতা আরও বেড়ে গিয়ে সর্বনি¤œ তাপমাত্রাও নেমে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
এদিকে শীত জেঁকে বসার কারণে বেড়েছে শীতজনীত রোগের তীব্রতা। শিশুদের কোল্ড ডায়রিয়া, সর্দি-কাশিসহ বয়স্করা ভুগছেন শ্বাষকষ্ট জনিত বিভিন্ন রোগে। জেলার হাসপাতালগুলোতেও বেড়েছে শীতজনিত রোগে আক্রান্ত রোগিদের সংখ্যা। হাসপাতালের বেড না পেয়ে মেঝে এমনকি বারান্দাতেও চিকিৎসা দেয়া হচ্ছে রোগিদের। পঞ্চগড় সদর আধুনিক হাসপাতালের শিশু রোগ বিশেষজ্ঞ ডা. মনোয়ারুল ইসলাম বলেন, ঠান্ডার কারণে শিশু ও বয়ঃবৃদ্ধদের স্বর্দি জ্বর ও কোল্ড ডায়রিয়ায় আক্রান্তের সংখ্যা বেড়েছে। প্রতিদিনই হাসপাতালের আউটডোরে গড়ে তিনশ রোগীকে চিকিৎসা পরামর্শ দেয়া হচ্ছে। এদের মধ্যে প্রতিদিন ৩০-৪০ জনকে হাসপাতালে ভর্তি করা হচ্ছে। প্রতিদিন ১৫-২০ জন রিলিস নিলেও গড়ে প্রতিদিন ৫০-৬০ জন শিশু রোগিকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। নির্ধারিত বেডের অনেক বেশি রোগি থাকায় অনেককেই মেঝে ও বারান্দায় রাখা হয়েছে। তবে হাসপাতালে পর্যাপ্ত ওষুধ রয়েছে। দুবছর বয়সী শিশুকে নিয়ে হাসপাতালে আসা সেলীনা আকতার বলেন, ঠান্ডার কারণে স্বর্দি জ্বর যেন তাদের পিছুই ছাড়ছে না। সেরে যাবার পর নতুন করে আক্রান্ত হচ্ছে। ডাক্তারের পরামর্শ নিয়ে মেয়েকে বাড়ি নিয়ে যাচ্ছি।
পঞ্চগড়ের তেতুঁলিয়া আবহাওয়ায় পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ জানান, আজ রোববার সকাল পঞ্চগড়ে ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আজ সোমবার থেকে সর্বনি¤œ তাপমাত্রা নেমে যেতে পারে বলে তিনি জানান।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

শেখ হাসিনা থাকলেই দেশ ভালো থাকবে-টিটো দত্ত

সাংবাদিক দেলোয়ার হোসেনের রোগমুক্তি কামনায় দিনাজপুর প্রেসক্লাবে দোয়া মাহফিল

হাবিপ্রবিতে আন্ত:অনুষদীয় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন

পঞ্চগড়ে বৃষ্টিতে ভিজে চার ঘন্টা বাংলাবান্ধা-ঢাকা মহাসড়ক অবরোধ করে রাখে সাধারণ শিক্ষার্থীরা

পঞ্চগড় জেলা খেলোয়ারদের উর্বর ভ‚মি—যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

ঠাকুরগাঁওয়ে পুলিশ মেমোরিয়াল ডে পালিত

কারেন্ট পোকার উপদ্রবে দিশেহারা ঠাকুরগাঁওয়ের কৃষকেরা

হিলিতে খুচরা বাজারে দাম কমল জিরার

পীরগঞ্জে এ্যাম্বুলেন্সের ধাক্কায় মটরসাইকেল আরোহী নিহত

হাকিমপুরে ফসলি জমি থেকে নারীর মৃতদেহ উদ্ধার